সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেনে হামলার গতি বাড়াচ্ছে রাশিয়া। অবশ্য রুশ ক্ষেপণাস্ত্র–ট্যাঙ্ক–গুলির সামনে দাঁতে দাঁত চেপে লড়ছে গোটা ইউক্রেন। প্রতিশোধ নিতে একের পর এক বহুতল উড়িয়ে দিচ্ছে রাশিয়া। তবে ইউক্রেন ফৌজের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষয়ক্ষতির জেরে বিমান হামলার সংখ্যা কমেছে। কিন্তু প্রতি মুহূর্তেই বোমার আওয়াজে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর।
কী সেই চিহ্ন? জানা গিয়েছে, লাল রঙ দিয়ে '+' চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে বহু বাড়ির ছাদে। কিন্তু সেগুলি কীসের প্রতীক তা বুঝে উঠতে পারছেন না কেউই। তবে, অনেকেই মনে করছেন, আকাশথে হামলার সময় এই চিহ্ন দেখেই এগিয়ে যেতে পারে রুশ যুদ্ধ বিমান। যাতে ওই চিহ্ন দিয়ে বাড়ি বা বহুতলগুলিকে নির্দিষ্ট করা যায়, তার জন্যই এমন ধরনের চিহ্ন এঁকে দেওয়া হচ্ছে।