নিরঙ্কুশ জয়ে ধুয়ে মুছে সাফ বিরোধীরা, বাংলাদেশে শেখ হাসিনার হ্যাটট্রিক

Last Updated:
1/4
 বাংলাদেশে শেখ হাসিনার হ্যাটট্রিক। বিএনপি-সহ বিরোধী জোটকে দুরমুশ করে ঐতিহাসিক জয় শেখ হাসিনার।  ২৯৯ আসনের মধ্যে আওয়ামি লিগ একাই পেয়েছে ২৫৯ আসন। তাদের মহাজোটের দখলে মোট ২৮৮ আসন। এই নিরঙ্কুশ জয়ে ধুয়ে মুছে সাফ বিরোধীরা। Photo: Collected
বাংলাদেশে শেখ হাসিনার হ্যাটট্রিক। বিএনপি-সহ বিরোধী জোটকে দুরমুশ করে ঐতিহাসিক জয় শেখ হাসিনার। ২৯৯ আসনের মধ্যে আওয়ামি লিগ একাই পেয়েছে ২৫৯ আসন। তাদের মহাজোটের দখলে মোট ২৮৮ আসন। এই নিরঙ্কুশ জয়ে ধুয়ে মুছে সাফ বিরোধীরা। Photo: Collected
advertisement
2/4
রবিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্যালট বক্স খুলতেই উপচে পড়ল আওয়ামি লিগের জনসমর্থন। জাতীয় সংসদে মোট আসন ৩০০-আওয়ামি লিগজোটের দখলে ২৮৮ আসন-বিএনপি জোট পেয়েছে মাত্র ৬ আসন-অন্যান্যদের দখলে ৪ আসন- গাইবান্ধার ৩ আসনে ভোট স্থগিত- ব্রাহ্মণবেড়িয়া ২ আসনে ফল স্থগিত
রবিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ব্যালট বক্স খুলতেই উপচে পড়ল আওয়ামি লিগের জনসমর্থন। জাতীয় সংসদে মোট আসন ৩০০-আওয়ামি লিগজোটের দখলে ২৮৮ আসন-বিএনপি জোট পেয়েছে মাত্র ৬ আসন-অন্যান্যদের দখলে ৪ আসন- গাইবান্ধার ৩ আসনে ভোট স্থগিত- ব্রাহ্মণবেড়িয়া ২ আসনে ফল স্থগিত
advertisement
3/4
২০১৪ সালের সাধারণ নির্বাচন বয়কট করেছিল বিএনপি। এবার জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত। কিন্তু,তার আগেই দুর্নীতি মামলায় জেলে খালেদা জিয়া। ভোটে লড়ার মতো তেমন মুখ নেই বিরোধীদের। ফলে, কার্যত ছত্রভঙ্গ তারা। কিন্তু, আওয়ামি লিগের বিপুল জয়েও ভোট বাতিলের দাবি তুলেছে তারা। Photo Source: Twitter
২০১৪ সালের সাধারণ নির্বাচন বয়কট করেছিল বিএনপি। এবার জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত। কিন্তু,তার আগেই দুর্নীতি মামলায় জেলে খালেদা জিয়া। ভোটে লড়ার মতো তেমন মুখ নেই বিরোধীদের। ফলে, কার্যত ছত্রভঙ্গ তারা। কিন্তু, আওয়ামি লিগের বিপুল জয়েও ভোট বাতিলের দাবি তুলেছে তারা। Photo Source: Twitter
advertisement
4/4
ভোট চলাকালীন ও ভোট পরবর্তী সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যদিও, বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তুষ্ট আন্তর্জাতিক মঞ্চগুলির প্রতিনিধিরা। এর আগের নির্বাচনগুলিতে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এবার অবশ্য উল্টো ছবি। কিন্তু, বিরোধীদের চুর্ণ করেই ফের ক্ষমতায় নৌকা। Photo Courtesy: AP
ভোট চলাকালীন ও ভোট পরবর্তী সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। যদিও, বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তুষ্ট আন্তর্জাতিক মঞ্চগুলির প্রতিনিধিরা। এর আগের নির্বাচনগুলিতে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। এবার অবশ্য উল্টো ছবি। কিন্তু, বিরোধীদের চুর্ণ করেই ফের ক্ষমতায় নৌকা। Photo Courtesy: AP
advertisement
advertisement
advertisement