Sheikh Hasina Challenged Muhammad Yunus: 'আমার সঙ্গে ভোটে লড়ে জিতে দেখাক ইউনূস!' হুঁশিয়ারি শেখ হাসিনার, তবে কি এবার সত্যিই বাংলাদেশে ফিরছেন?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sheikh Hasina Challenged Muhammad Yunus: শেখ হাসিনা আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞাকে "অসাংবিধানিক" বলে অভিহিত করেছেন এবং এটিকে "নির্বাচনের খেলা" বলে অভিহিত করেছেন যেখানে তাঁর দলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে না।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিবেদক: মোহিত চৌহান, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ''আমি ইউনূসকে চ্যালেঞ্জ জানাচ্ছি - আসুন এবং আমার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। যে কোনও নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করুন এবং দেখুন জনগণ কাকে ভোট দেয় এবং কে জেতে।''
advertisement
advertisement
advertisement
advertisement
প্রতিবেদক: মোহিত চৌহান, ''আজ, আমি আমাদের কৃষক, শ্রমিক, ছাত্র এবং সাধারণ জনগণের কাছে আবেদন করছি - ঐক্যবদ্ধ হোন। এটি কোনও আসল নির্বাচন নয়, বরং একটি "নির্বাচনের খেলা" যেখানে কোনও ম্যান্ডেট থাকবে না। আওয়ামী লিগ ছাড়া এটা একটা রসিকতা। আমরা যদি অংশগ্রহণ করতে না পারি, তাহলে এটা কেমন নির্বাচন? অন্তত ৫০ শতাংশ ভোটার আমাদের সঙ্গে আছেন।''
advertisement
আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। আওয়ামী লিগের সরকারের পতনের দেড় বছরের অধিক সময় কাটিয়ে হতে চলেছে ভোট। ইতিমধ্যেই সুষ্ঠ নির্বাচন করানোর প্রতিশ্রুতিতে লক্ষ লক্ষ সেনা-নিরাপত্তারক্ষী মোতায়েন করার কথা জানিয়েছে বাংলাদেশের নির্বাচন কমিশন। কিন্তু এই নির্বাচনে থাকছে না আওয়ামী লিগ। ইউনূসের বাংলাদেশ নিষিদ্ধ করেছে তাঁদের। যা নিয়ে তীব্র আপত্তি শেখ হাসিনার। (মোহিত চৌহান)






