Shakib Al Hasan: বিরাট দুঃসংবাদ সাকিব আল হাসানের জন্য! প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে বিরাট সিদ্ধান্ত নিল ইউনূসের সরকার! জেলযাত্রা কি এবার পাকা?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দিয়েছে বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
advertisement
advertisement
অন্য যাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাঁরা হলেন— সমবায় অধিদফতরের উপনিবন্ধক মো. আবুল খায়ের, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, শিরিন আক্তার, জাভেদ এ মতিন, মো. জাহেদ কামাল, মো. হুমায়ুন কবির ও তানভির নিজাম।
advertisement
দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সমবায় অধিদফতরের উপনিবন্ধক মো. আবুল খায়েরসহ অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে সরকারি বিধিবিধান ও শেয়ারবাজার আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে।
advertisement
advertisement
ক্রিকেটার সাকিব নানা ব্যবসায় জড়িত থাকলেও তার সম্পদের পরিমাণ কত, তা নিশ্চিত হওয়া যায়নি। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সময় সাকিব তার সম্পদের যে বিবরণ দিয়েছিলেন, তাতে দেখা যায় তার বার্ষিক গড় আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা। অস্থাবর সম্পদ হিসাবে ব্যাংকে তার জমানো অর্থের পরিমাণ ১১ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া ২৪ হাজার ২৬১ ডলার বৈদেশিক মুদ্রাও তার হাতে রয়েছে।
advertisement