প্রতিবাদে জ্বলে উঠল আমস্টারডামের যৌনপল্লী ৷ গর্জে উঠলেন যৌনকর্মীরা ৷ কোনওমতেই আর ট্যুরিস্টদের ঢুকতে দেওয়া হবে না রেড লাইট এলাকায় ৷ গোটা আমস্টারডামে এখন বিতর্ক তুঙ্গে ৷ যৌনকর্মীদের প্রতিবাদের ঝড় গিয়ে পৌছেছে পার্লামেন্টেও ৷
2/ 6
আমস্টারডামে যৌনপল্লীর যৌনকর্মীরা খোদ নিজেরাই চাইছেন না, তাঁদেরে কাজের এলাকায় ট্যুরিস্ট ট্যুর হোক ৷ এমনকী, তাঁরা বিভিন্ন ট্র্যাভেল এজেন্সিকেও এ ব্যাপারে সতর্ক করেছেন ৷ যৌনকর্মীদের পক্ষ থেকে লিখিত অভিযোগও জমা পড়েছে সরকারের কাছে ৷
3/ 6
যৌনকর্মীদের অভিযোগ, ট্যুরিস্টদের যৌনপল্লীতে আসার ফলে অবশ্যই ইনকাম বৃদ্ধি হয় ৷ তবে মহিলাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে বেশিরভাগ ট্যুরিস্ট ৷ যৌনতার নামে অনেক সময়ই অত্যাচার করতে শুরু করে পর্যটকরা৷
4/ 6
তবে এই অভিযোগ নিয়ে দু’ভাগে ভাগ হয়েছে বেশ কিছু যৌনকর্মীরা ৷ অনেকে মনে করছেন, ট্যুরিস্টদের আসা বন্ধ হলে আয় কমবে ৷ এতে উল্টে ক্ষতি হবেই ৷
5/ 6
যৌনকর্মীরা এই অভিযোগ নিয়ে বিভিন্ন প্রতিবাদী মিছিলের আয়োজন করেছে ৷ গোটা শহর জুড়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে পোস্টারও ৷ তবে আপাতত, ট্যুরিস্ট ট্যুর চলছে ৷
6/ 6
আমস্টারডামের সেক্স মিউজিয়াম গোটা বিশ্বে জনপ্রিয় ৷ এই সেক্স মিউজিয়াম দেখার জন্য বিশ্বের নানা জায়গা থেকে পর্যটকরা আসেন ৷ সেক্স শোও বেশ জনপ্রিয় ৷ তবে এই গুলোতে ট্যুরিস্টদের ট্যুরে আপত্তি না থাকলেও, পর্যটকদের সঙ্গে যৌনতায় আপত্তি করেছেন বেশ কিছু যৌনকর্মী ৷