পুত্রসন্তানের জন্ম দিলেন সঙ্গী, 'বাবা' হলেন দেশের সমকামী প্রধানমন্ত্রী!
Last Updated:
advertisement
সার্বিয়ার মহিলা প্রধানমন্ত্রী আনা ব্রানবিচ,সমকামী ৷ কিন্তু এই নিয়ে কোন রকম রাখঢাক করেননি তিনি ৷ প্রথম থেকেই সামনে এনেছেন তাঁর মহিলা সঙ্গীকে ৷ জুনের ২০১৭ সালে ক্ষমতায় এসেছেন আনা ৷ খুব অল্প প্রশাসনিক ব্যক্তি নিজেদের সেক্সুয়াল ওরিয়েন্টেশন নিয়ে প্রকাশ্যে কথা বলেন ৷ তাও এমন দেশে যেখানে সমকামিতা নিয়ে ট্যাবু রয়েছে ৷ Photo Collected
advertisement
advertisement
advertisement
ফেব্রুয়ারি মাসে বেলগ্রেডে LGBT centre -এ দু‘বার হানা হয়েছে ৷ সে সময় তিনি বলেছিলেন,‘‘আমি আমার ব্যক্তিগত মত এই সময় বলতে চাই না আমি এখানে প্রধানমন্ত্রী হিসেবে এসেছি , যে সার্বিয়া সরকারের প্রতিনিধি ৷ ’’এই মুহূর্তে LGBT মুভমেন্ট নিয়ে সার্বিয়ায় বড়সড় আন্দোলন চলছে ৷ যাতে পক্ষ ও প্রতিপক্ষ দু‘দলই নিজেদের মত থেকে সরে আসতে নারাজ ৷ Photo Collected