Mia Khalifa: এক্স হ্যান্ডেলে একী শেয়ার করলেন মিয়া খলিফা! হঠাৎ তোলপাড় বিশ্বজুড়ে, দেখলে চমকে যাবেন

Last Updated:
Mia Khalifa: ট্যুইটারে একী শেয়ার করলেন মিয়া খলিফা! তোলপাড় বিশ্বজুড়ে, দেখলে চমকে যাবেন
1/6
হঠাৎ করে আলোচনার কেন্দ্রে প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফা৷ নানা সময়ে একাধিক মন্তব্যের কারণে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন মিয়া৷ এবারেও তাই৷ এক্স হ্যান্ডেলে তাঁর করা একটি পোস্টের কারণে তিনি ফের উঠে এলেন আলোচনায়৷
হঠাৎ করে আলোচনার কেন্দ্রে প্রাক্তন পর্ন তারকা মিয়া খালিফা৷ নানা সময়ে একাধিক মন্তব্যের কারণে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন মিয়া৷ এবারেও তাই৷ এক্স হ্যান্ডেলে তাঁর করা একটি পোস্টের কারণে তিনি ফের উঠে এলেন আলোচনায়৷
2/6
শুধু আলোচনায় উঠে এলেন, তাই নয়, তাঁকে কাজের জায়গা থেকেও কার্যত বার করে দেওয়া হল৷ এর ফলে কানাডায় রেডিও অনুষ্ঠানের পরিচালক টড শ্যাপিরো ঘোষণা করে দিলেন তাঁর সঙ্গে কোনওরকম বাণিজ্যিক চুক্তি রাখা হবে না৷
শুধু আলোচনায় উঠে এলেন, তাই নয়, তাঁকে কাজের জায়গা থেকেও কার্যত বার করে দেওয়া হল৷ এর ফলে কানাডায় রেডিও অনুষ্ঠানের পরিচালক টড শ্যাপিরো ঘোষণা করে দিলেন তাঁর সঙ্গে কোনওরকম বাণিজ্যিক চুক্তি রাখা হবে না৷
3/6
পৃথিবীতে এখন আলোচনা কেন্দ্রে রয়েছে ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধ৷ আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিয়া৷ তিনি লিখেছিলেন, ‘আপনারা যদি পরিস্থিতির দিকে নজর রাখেন, আর প্যালেস্তাইনের সাহায্য না করেন, তা হলে বুঝতে হবে আপনি ভুল জায়গায় রয়েছেন৷’
পৃথিবীতে এখন আলোচনা কেন্দ্রে রয়েছে ইজরায়েল ও প্যালেস্তাইনের যুদ্ধ৷ আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মিয়া৷ তিনি লিখেছিলেন, ‘আপনারা যদি পরিস্থিতির দিকে নজর রাখেন, আর প্যালেস্তাইনের সাহায্য না করেন, তা হলে বুঝতে হবে আপনি ভুল জায়গায় রয়েছেন৷’
4/6
এই ট্যুইট নিয়ে শুরু হয় বিপুল বিতর্ক৷ আর তাই নিয়ে বক্তব্য পেশ করেন রেডিও শো-এর হোস্ট৷ তিনি লেখেন, এটি একটি মারাত্মক ট্যুইট৷ মিয়া খালিফা আপনাকে এখনই কাজ থেকে বরখাস্ত করা হল৷’ আরও অনেক মত প্রকাশ করেন ওই রেডিও শো-এর হোস্ট৷
এই ট্যুইট নিয়ে শুরু হয় বিপুল বিতর্ক৷ আর তাই নিয়ে বক্তব্য পেশ করেন রেডিও শো-এর হোস্ট৷ তিনি লেখেন, এটি একটি মারাত্মক ট্যুইট৷ মিয়া খালিফা আপনাকে এখনই কাজ থেকে বরখাস্ত করা হল৷’ আরও অনেক মত প্রকাশ করেন ওই রেডিও শো-এর হোস্ট৷
5/6
তার পর আবার উত্তর দিয়েছেন মিয়া৷ তিনি লিখেছেন, ‘প্যালেস্টাইনের সমর্থনে বক্তব্য পেশ করে আমি আমার কাজের সুযোগ হারিয়েছি৷ তবে আমার রাগ হচ্ছে নিজের প্রতি, আমি কখনওই এটা দেখে নিইনি যে আমি জিওনিস্টদের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে প্রবেশ করছি কী না, সেটা দেখে নিইনি৷’
তার পর আবার উত্তর দিয়েছেন মিয়া৷ তিনি লিখেছেন, ‘প্যালেস্টাইনের সমর্থনে বক্তব্য পেশ করে আমি আমার কাজের সুযোগ হারিয়েছি৷ তবে আমার রাগ হচ্ছে নিজের প্রতি, আমি কখনওই এটা দেখে নিইনি যে আমি জিওনিস্টদের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে প্রবেশ করছি কী না, সেটা দেখে নিইনি৷’
6/6
 তার পর তিনি আরও ব্যাখ্যা করে নিজের বক্তব্য দিয়ে বলেছেন, ‘আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কখনই হিংসাত্মক বিষয়ের সমর্থনে দাঁড়াতে চাই না৷ আমি এঁদের বলতে চাই স্বাধীনতার যোদ্ধা, কারণ প্যালেস্তাইনের মানুষরা স্বাধীনতার যোদ্ধাই৷ তাঁর রোজ স্বাধীনতার সঙ্গে যুদ্ধ করছেন৷’
তার পর তিনি আরও ব্যাখ্যা করে নিজের বক্তব্য দিয়ে বলেছেন, ‘আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি কখনই হিংসাত্মক বিষয়ের সমর্থনে দাঁড়াতে চাই না৷ আমি এঁদের বলতে চাই স্বাধীনতার যোদ্ধা, কারণ প্যালেস্তাইনের মানুষরা স্বাধীনতার যোদ্ধাই৷ তাঁর রোজ স্বাধীনতার সঙ্গে যুদ্ধ করছেন৷’