মরুভূমিতে বসন্তের হাওয়া! প্রথা ভেঙে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার অংশ নেবেন সৌদির সুন্দরী, চিনে নিন রুমি আলকাহতানিকে
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Saudi Arabia Miss Universe Rumy Alqahtani: মরুভূমির বুকে বসন্তের হাওয়া! ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছেন সৌদি আরবের সুন্দরী। ‘রক্ষণশীল দেশ’-এর ভাবমূর্তি ভাঙতে যুবরাজ মহম্মদ বিন সলমন আল সৌদের এই পদক্ষেপ।
মরুভূমির বুকে বসন্তের হাওয়া! ইতিহাসে প্রথমবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সৌদি আরবের সুন্দরী। ‘রক্ষণশীল দেশ’-এর ভাবমূর্তি ভাঙতে যুবরাজ মহম্মদ বিন সলমান আল সৌদের এই পদক্ষেপ। জানা গিয়েছে, সৌদি থেকে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ২৭ বছর বয়সী মডেল এবং ইনফ্লুয়েন্সার রুমি আলকাহতানি। ইনস্টাগ্রাম পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সৌদি থেকে তিনিই প্রথম অংশ নিচ্ছেন। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
advertisement
প্রসঙ্গত রুমি আলকাহতানি সৌদি আরবের রাজধানী রিয়াধের বাসিন্দা। যুবরাজ মহম্মদ বিন সলমনের শাসনে চিরাচরিত প্রথা ভেঙে আধুনিকতাকে বরণ করে নিচ্ছে সৌদি আরব। ইতিমধ্যেই বেশ কিছু বিধিনিষেধ শিথিল করা হয়েছে। তবে ঐতিহ্যগতভাবে এখনও কঠোর ধর্মীয় ও সামাজিক নিয়ন্ত্রণ বজায় রেখেছে আরব উপদ্বীপের বৃহত্তম দেশ। গত কয়েক বছরে বেশ কিছু যুগান্তকারী পরিবর্তনের সাক্ষীও হয়েছেন সৌদির মানুষ। মহিলাদের গাড়ি চালানোয় অনুমতি দেওয়া হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া পাসপোর্টের জন্যও এখন আবেদন করতে পারেন তাঁরা। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু তাই নয়, সম্প্রতি বিশাল সঙ্গীত কনসার্টের আয়োজনও করেছিল সৌদি আরব। ২০৩৪ পুরুষদের ফিফা বিশ্বকাপ সৌদিতে আয়োজনের চেষ্টাও চালাচ্ছে তারা। রীতি পাল্টে অমুসলিম কূটনীতিকদের মদ বিক্রির অনুমতিও দেওয়া হয়েছে। তবে সৌদিতে এখনও পর্যন্ত খোলা বাজারে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হয়নি। তবে কালোবাজারে রমরমিয়ে ব্যবসা চলে। Photo Courtesy: Rumy Alqahtani/Instagram
advertisement
advertisement