Russia Ukraine War: এবার রাশিয়ার 'হৃদয়ে' আঘাত করল ইউক্রেন! জলের নীচে ১১০০ কেজি বিস্ফোরক দিয়ে এমন কাজ করল ইউক্রেন, রাশিয়ার মাথায় হাত

Last Updated:
Russia Ukraine War: তিন বছর পেরিয়ে গেল। তবুও এই দুই দেশের যুদ্ধ থামার কোনও নামই নেই। এবার ইউক্রেন ফের স্ট্রাইক করল রাশিয়ায়।
1/8
১১৭টি ড্রোন নিয়ে রাশিয়ার অভ্যন্তরে 'অপারেশন স্পাইডার্স ওয়েব' চালিয়েছে ইউক্রেন! কিন্তু জেলেনস্কির দেশ একেবারে রণংদেহী মেজাজেই রয়েছে। তুরস্কের ইস্তানবুলে যুদ্ধরত দুই পক্ষ এক ঘণ্টার নতুন করে শান্তি বৈঠকে করেও তা ফলপ্রসু হয়নি।
১১৭টি ড্রোন নিয়ে রাশিয়ার অভ্যন্তরে 'অপারেশন স্পাইডার্স ওয়েব' চালিয়েছে ইউক্রেন! কিন্তু জেলেনস্কির দেশ একেবারে রণংদেহী মেজাজেই রয়েছে। তুরস্কের ইস্তানবুলে যুদ্ধরত দুই পক্ষ এক ঘণ্টার নতুন করে শান্তি বৈঠকে করেও তা ফলপ্রসু হয়নি।
advertisement
2/8
তিন বছর পেরিয়ে গেল। তবুও এই দুই দেশের যুদ্ধ থামার কোনও নামই নেই। এবার ইউক্রেন ফের স্ট্রাইক করল রাশিয়ায়। বিশেষ অপারেশনে জলের তলায় ১১০০ কেজির বিস্ফোরকের ব্যবহার  রাশিয়ার ক্রিমিয়ান ব্রিজের একটি অংশ উড়িয়ে দিল ইউক্রেন! সে কথা স্বীকারও করে নিয়েছে ইউক্রেন।
তিন বছর পেরিয়ে গেল। তবুও এই দুই দেশের যুদ্ধ থামার কোনও নামই নেই। এবার ইউক্রেন ফের স্ট্রাইক করল রাশিয়ায়। বিশেষ অপারেশনে জলের তলায় ১১০০ কেজির বিস্ফোরকের ব্যবহার রাশিয়ার ক্রিমিয়ান ব্রিজের একটি অংশ উড়িয়ে দিল ইউক্রেন! সে কথা স্বীকারও করে নিয়েছে ইউক্রেন।
advertisement
3/8
মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা রাশিয়া এবং ক্রিমিয়ান পেনিনসুলার সংযোগকারী সড়ক ও রেল সেতুতে বিস্ফোরক দিয়ে আঘাত করেছে জলের নীচ থেকেই।
মঙ্গলবার এক বিবৃতিতে ইউক্রেনের এসবিইউ সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, তারা রাশিয়া এবং ক্রিমিয়ান পেনিনসুলার সংযোগকারী সড়ক ও রেল সেতুতে বিস্ফোরক দিয়ে আঘাত করেছে জলের নীচ থেকেই।
advertisement
4/8
১,১০০ কিলোগ্রাম (২,৪২০ পাউন্ড) বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এই অপারেশনে। ভোরের দিকেই বিস্ফোরণ হয়েছে এবং জলের নীচের ব্রিজের স্তম্ভগুলিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনে আসার জন্য রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ রুট ছিল এই ১২ মাইল লম্বা ক্রিমিয়ান ব্রিজ।
১,১০০ কিলোগ্রাম (২,৪২০ পাউন্ড) বিস্ফোরক ব্যবহার করা হয়েছে এই অপারেশনে। ভোরের দিকেই বিস্ফোরণ হয়েছে এবং জলের নীচের ব্রিজের স্তম্ভগুলিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনে আসার জন্য রুশ বাহিনীর গুরুত্বপূর্ণ রুট ছিল এই ১২ মাইল লম্বা ক্রিমিয়ান ব্রিজ।
advertisement
5/8
যেখানে রেল লাইনের সঙ্গেই রয়েছে চার লেনের মহাসড়ক। ইউক্রেনের সংস্থা আরও জানিয়েছে যে, এই হামলার ছক বেশ কয়েক মাস ধরেই তারা করেছে। জলের নীচেই বিস্ফোরক রাখা ছিল।
যেখানে রেল লাইনের সঙ্গেই রয়েছে চার লেনের মহাসড়ক। ইউক্রেনের সংস্থা আরও জানিয়েছে যে, এই হামলার ছক বেশ কয়েক মাস ধরেই তারা করেছে। জলের নীচেই বিস্ফোরক রাখা ছিল।
advertisement
6/8
রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে মারণ হামলা চালিয়ে পুতিনতো বটেই গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইউক্রেন। এই ঘটনার পর দুঃসাহসী ইউক্রেনকে সাহায্য আরও বাড়িয়ে দিল ব্রিটেন। জানানো হয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে জেলেনস্কির দেশকে ১ লক্ষ ড্রোন সরবরাহ করবে ব্রিটেন।
রাশিয়ার বায়ুসেনা ঘাঁটিতে মারণ হামলা চালিয়ে পুতিনতো বটেই গোটা বিশ্বকে চমকে দিয়েছে ইউক্রেন। এই ঘটনার পর দুঃসাহসী ইউক্রেনকে সাহায্য আরও বাড়িয়ে দিল ব্রিটেন। জানানো হয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যে জেলেনস্কির দেশকে ১ লক্ষ ড্রোন সরবরাহ করবে ব্রিটেন।
advertisement
7/8
ব্রিটেনের তরফে জানানো হয়েছে, মারণ ড্রোন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। ফলে তাদের তরফে ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। যার জেরেই ড্রোন সাপ্লাই ১০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটেনের তরফে জানানো হয়েছে, মারণ ড্রোন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। ফলে তাদের তরফে ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। যার জেরেই ড্রোন সাপ্লাই ১০ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
8/8
দু'দেশকে শান্তির পথে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। দ্বিতীয় দফায় শান্তি আলোচনা হয়েছে তুরস্কের ইস্তানবুলে। যা খুব একটা ফলপ্রসু না হলেও বন্দি বিনিময়ে সম্মত হয়েছে যুযুধান দু'পক্ষ। এমনকী ৬ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহও কিয়েভের হাতে তুলে দেবে মস্কো।
দু'দেশকে শান্তির পথে আনার মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। দ্বিতীয় দফায় শান্তি আলোচনা হয়েছে তুরস্কের ইস্তানবুলে। যা খুব একটা ফলপ্রসু না হলেও বন্দি বিনিময়ে সম্মত হয়েছে যুযুধান দু'পক্ষ। এমনকী ৬ হাজার ইউক্রেনীয় সেনার মৃতদেহও কিয়েভের হাতে তুলে দেবে মস্কো।
advertisement
advertisement
advertisement