ঋষি শৌনক ভারতীয় বংশোদ্ভুত এই ব্যক্তির ব্রিটেনে রাজনীতি করেন পাশাপাশি exchequer -র চ্যান্সেলর তিনি৷ সম্প্রতি তাঁর সম্পত্তির বিবৃতি দিতে গিয়ে জানা যায় অমিত ধনসম্পত্তির অধিকারী তিনি৷ ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান, ডেইলি মেল সবতেই তাঁর স্বচ্ছ্বতা নিয়ে উঠেছে প্রশ্ন৷ কারণ তাঁর স্ত্রী আকাস্থা মূর্তি যে অর্থের মালিক তার পরিমাণ ব্রিটেনের রাণী কুইন এলিজাবেথের সম্পত্তির থেকেও বেশি৷ Photo- Collected
প্রাক্তন স্ট্যানডার্ড চেয়ারম্যান স্যার অ্যালিস্টার গ্রাহামের দাবি প্রভূত ধনসম্পদের মালিক হলেও জীবনে মিনিমালিস্টিক অ্যাপ্রোচ নেন৷ অর্থাৎ সবচেয়ে কম ও সরল ভাবে জীবনযাপন করেন৷ গত মাসে তিনি নিজের সম্পত্তির ঘোষণা করার পরেই এই বিস্তর গোলযোগ শুরু হয়েছে৷ কারণ ঋষি শৌনক জানিয়েছেন তাঁর ধারণা নেই তাঁর পরিবারের বিত্তের পরিমাণ কত? Photo- Collected
দ্য সানডে টাইমস প্রকাশিত ব্রিটেনের ধণীতমদের তালিকা অনুযায়ি ব্রিটেনের রাণীর মোট সম্পতিতের পরিমাণ ৩৫০ মিলিয়ন পাউন্ড৷ এদিকে শৌনক যেভাবে সম্পত্তি ঘোষণা করেছেন তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠছে৷ তাঁদের মন্ত্রিত্বের জন্য নিজের কাছের পরিবার অর্থাৎ ভাইবোন, বাবা -মা, স্ত্রী এবং শ্বশুরবাড়ির সম্পত্তি ও কাজের বিবরণ দিতে হয়,যাতে স্বার্থের সংঘাতে না জড়িয়ে যান তাঁরা ৷ Photo- Collected