Hamas-Israel: ১-এর বদলে ৫০! কীভাবে যুদ্ধ থামবে গাজায়? কী হামাস ও ইসরায়েলের মধ্যে চুক্তি? বড় খেল আমেরিকার
- Published by:Pooja Basu
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
এখন প্রশ্ন হল, যুদ্ধ থামলে গাজা শাসন করবে কারা? এই নিয়ে আলোচনার কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
advertisement
সম্প্রতি হামাসকে ২০ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এর মধ্যে যদি বন্দিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। সেই হিসেবে হাতে আর এক সপ্তাহ আছে। মার্কিন কর্তারা জানিয়েছেন, দোহাতে আলোচনায় দুর্দান্ত অগ্রগতি হয়েছে। খুব শীঘ্রই চুক্তি হতে পারে।
advertisement
বন্দি মুক্তি: চুক্তির কিছু বিষয় সাংবাদিকদের জানিয়েছেন এক ইজরায়েলি কর্মকর্তা। অবশ্য হামাস এই নিয়ে মুখ খোলেনি। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ৩৩ জন বন্দিকে মুক্তি দেওয়া হতে পারে। এর মধ্যে শিশু, মহিলা, মহিলা সেনা কর্মী, ৫০ বছরের বেশি বয়সী পুরুষ, আহত এবং অসুস্থরা রয়েছেন। ইজরায়েল মনে করে, বন্দিদের বেশিরভাগই জীবিত।
advertisement
advertisement
advertisement
উত্তর গাজার বাসিন্দাদের নিজেদের বাসস্থানে ফিরে আসার অনুভূতি দেওয়া হবে। তবে অস্ত্র ছাড়া। গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডর থেকেও সেনা প্রত্যাহার করে নেবে ইজরায়েল। খুন বা ভয়ঙ্কর আক্রমণের জন্য ইজরায়েলের আদালত যে সব প্যালেস্তেনীয় যোদ্ধাকে সাজা দিয়েছে, তাদেরও মুক্তি দেওয়া হবে, তবে এই সংখ্যা নির্ভর করবে হামাস কতজন জীবিত বন্দিকে ছাড়বে তার উপর। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর যে সব হামাস জঙ্গিরা ইজরায়েলে হামলা চালিয়েছিল তাদের মুক্তি দেওয়া হবে না।
advertisement
advertisement