Trump-Zelenskyy Meeting: ত্রিপাক্ষিক বৈঠকে সায় ইউক্রেনের ! আলোচনায় প্রস্তুত মন্তব্য জেলেনস্কির, এবার কি থামবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Trump-Zelenskyy Meeting: জেলেনস্কি জানান, রাশিয়া দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাজি হয়েছে। তার পরে ত্রিপাক্ষিক বৈঠকেও সহমত মস্কো। তবে দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে কোনও আগাম শর্ত চান না জ়েলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি পুতিনের সঙ্গে যে কোনও ধরনের আলোচনায় প্রস্তুত। তবে বৈঠক শুরুর আগে কোনও শর্ত রাখা যাবে না।
advertisement
গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রকাশ্য বিতণ্ডায় জড়িয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওই ঘটনার সাড়ে পাঁচ মাস পরে ফের দু’জন আলোচনায় বসলেন সেই ওভাল অফিসে। বিষয় তখনও ছিল রুশ-ইউক্রেন যুদ্ধ। এখনও তা-ই। তবে এ বার আর কোনও বিতণ্ডা নয়। বরং, গঠনমূলক আলোচনা সারলেন ট্রাম্প-জেলেনস্কি। (Photo: AP)
advertisement
advertisement
আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরে ওয়াশিংটনে সোমবার রাতে (ভারতীয় সময় অনুসারে) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও বৈঠকে বসেন তিনি। জেলেনস্কির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও আমেরিকায় গিয়েছেন। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ থামাতে গত বেশ কয়েক মাস ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবারের বৈঠকের পরে পরিস্থিতি কোন দিকে গড়ায়, নজর এখন সেদিকেই ৷ (Photo: AP)
advertisement
হোয়াইট হাউসে এদিন প্রথমে জেলেনস্কির সঙ্গে বৈঠক সারেন ট্রাম্প। তার পরে ইউরোপীয় নেতাদের সঙ্গে নিয়ে একটি বৈঠকে বসেন। দ্বিতীয় বৈঠক চলাকালীন তা মাঝপথে থামিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেন ট্রাম্প। ফোনে দীর্ঘ ক্ষণ পুতিনের সঙ্গে আলোচনার পরে ফের হোয়াইট হাউসের বৈঠক এগিয়ে নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। ওই বৈঠকে উঠে এসেছে ইউক্রেনের নিরাপত্তার প্রসঙ্গও। (Photo: AP)
advertisement