তাপমাত্রা নামল মাইনাস ৬০ ডিগ্রিতে! ভয়ঙ্কর শৈত্যপ্রবাহে বিপর্যস্ত আমেরিকা

Last Updated:
1/7
♦ আবহাওয়া আরও ভয়ঙ্কর হচ্ছে আমেরিকায়। ইতিমধ্যেই দু’দশকের রেকর্ড চুরমার ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, মেরু ঘূর্ণাবর্ত প্রবেশ করতেই বরফের পুরু চাদরের তলায় আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ৷  (Image: Reuters)
♦ আবহাওয়া আরও ভয়ঙ্কর হচ্ছে আমেরিকায়। ইতিমধ্যেই দু’দশকের রেকর্ড চুরমার ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, মেরু ঘূর্ণাবর্ত প্রবেশ করতেই বরফের পুরু চাদরের তলায় আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল ৷ (Image: Reuters)
advertisement
2/7
 ♦ আমেরিকার প্রায় ৫৫ মিলিয়ন মানুষ প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে পড়েছেন ৷ উত্তর ডাকোটায় তাপমাত্র হিমাঙ্কের ৩২ ডিগ্রি নীচে নেমে গিয়েছে ৷ এর পাশাপাশি মিনেসোটার সর্বোচ্চ তাপমাত্রা হিমাঙ্কের ৫২ ডিগ্রি নীচে নেমে গিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ৷ আমেরিকার বিভিন্ন জায়গায় মাইনাস ৬০ ডিগ্রিতে নেমে গিয়েছে ৷  (Image: Reuters)
♦ আমেরিকার প্রায় ৫৫ মিলিয়ন মানুষ প্রবল শৈত্যপ্রবাহের মধ্যে পড়েছেন ৷ উত্তর ডাকোটায় তাপমাত্র হিমাঙ্কের ৩২ ডিগ্রি নীচে নেমে গিয়েছে ৷ এর পাশাপাশি মিনেসোটার সর্বোচ্চ তাপমাত্রা হিমাঙ্কের ৫২ ডিগ্রি নীচে নেমে গিয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ৷ আমেরিকার বিভিন্ন জায়গায় মাইনাস ৬০ ডিগ্রিতে নেমে গিয়েছে ৷ (Image: Reuters)
advertisement
3/7
 ♦ স্থানীয় মানুষজন জানাচ্ছেন অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাড়ির বাইরে বের হওয়া যাচ্ছে না ৷ সবাই আটকে রয়েছেন বাড়িতেই ৷ আবহাওয়া দফতর  জানিয়েছে ১৫ মিনিট ওই শৈত্যপ্রবাহের মধ্যে থাকলে ত্বক জমে বরফ হয়ে যাচ্ছে ৷ মৃত্যুরও সম্ভাবনা রয়েছে ৷  (Image: Reuters)
♦ স্থানীয় মানুষজন জানাচ্ছেন অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে বাড়ির বাইরে বের হওয়া যাচ্ছে না ৷ সবাই আটকে রয়েছেন বাড়িতেই ৷ আবহাওয়া দফতর জানিয়েছে ১৫ মিনিট ওই শৈত্যপ্রবাহের মধ্যে থাকলে ত্বক জমে বরফ হয়ে যাচ্ছে ৷ মৃত্যুরও সম্ভাবনা রয়েছে ৷ (Image: Reuters)
advertisement
4/7
♦ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে প্রায় তিন হাজারেরও বেশি বিমান বাতিল হয়েছে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরগুলিতে। বিমান বাতিলের পাশাপাশি বিমান পরিষেবাও বন্ধ রাখতে হয়েছে কোথাও কোথাও।  (Image: Reuters)
♦ মঙ্গলবার সকাল ১০টার মধ্যে প্রায় তিন হাজারেরও বেশি বিমান বাতিল হয়েছে আমেরিকার বিভিন্ন বিমানবন্দরগুলিতে। বিমান বাতিলের পাশাপাশি বিমান পরিষেবাও বন্ধ রাখতে হয়েছে কোথাও কোথাও। (Image: Reuters)
advertisement
5/7
 ♦ উইসকিনসন, মিশিগান ও ইলিয়নয়েসে ইতিমধ্যেই সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে ৷  (Image: Reuters)
♦ উইসকিনসন, মিশিগান ও ইলিয়নয়েসে ইতিমধ্যেই সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে ৷ (Image: Reuters)
advertisement
6/7
♦ মেরুবৃত্তের প্রায় আড়াই কোটি বাসিন্দা রয়েছেন হিমাঙ্কের চেয়ে ২০ ডিগ্রি নীচে। ওয়াশিংটনে তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে ৪ ডিগ্রি নীচে। মরণ ঠান্ডা বলেও একে উল্লেখ করেছেন এক আবহাওয়াবিদ।  (Image: Reuters)
♦ মেরুবৃত্তের প্রায় আড়াই কোটি বাসিন্দা রয়েছেন হিমাঙ্কের চেয়ে ২০ ডিগ্রি নীচে। ওয়াশিংটনে তাপমাত্রা হিমাঙ্কের চেয়ে ৪ ডিগ্রি নীচে। মরণ ঠান্ডা বলেও একে উল্লেখ করেছেন এক আবহাওয়াবিদ। (Image: Reuters)
advertisement
7/7
 ♦ নায়াগ্রা, ওরলিয়ান্স কাউন্টি ও বাফালো, টরন্টোতে তাপমাত্রা প্রায় মাইনাস ১৪ ডিগ্রি। বাসিন্দাদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে এই সব এলাকায়।  (Image: Reuters)
♦ নায়াগ্রা, ওরলিয়ান্স কাউন্টি ও বাফালো, টরন্টোতে তাপমাত্রা প্রায় মাইনাস ১৪ ডিগ্রি। বাসিন্দাদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে এই সব এলাকায়। (Image: Reuters)
advertisement
advertisement
advertisement