Plane Crash: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মাঝ আকাশে মুখোমুখি সংঘর্ষ দুটি বিমানের! ভারতীয় পাইলটের সব স্বপ্ন শেষ
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Plane Crash: দুটি বিমান একসময়ে রানওয়েতে নামে, সেই সময়েই হয় ভয়াবহ বিপত্তি। বিমানের মধ্যে থাকা প্রশিক্ষণরত দুই তরুণ ছাত্রের মৃত্যু হয়। বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় দুই ছাত্রের দেহ।
প্রশিক্ষণ নেওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ দুটি বিমানের। এর ফলে মৃত্যু হয় ২ জন পাইলটের, যাঁর মধ্যে একজন ভারতীয় পাইলট। ঘটনাটি ঘটেছে, কানাডার মানিটোবা এলাকার হার্ভস এয়ার পাইলট ট্রেনিং স্কুলে। জানা গিয়েছে, সেই সময় দুজনেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। টেক অফ এবং ল্যান্ডিংয়ের ট্রেনিং নিচ্ছিলেন তাঁরা। তখনই দুর্ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
advertisement
জানা গিয়েছে, মৃত দুই ছাত্রের মধ্যে একজন ভারতীয়। তাঁর নাম শ্রীহরি সুকেশ। বয়স ২৩-এর যুবকের বাড়ি কেরালায়। কেরালার কোচি থেকে কানাডায় পাড়ি দেন পাইলট হওয়ার প্রশিক্ষণ নিতে। কিন্তু সেখানেই তাঁর পাইলট হওয়ার স্বপ্ন শেষ হয়ে যায়। এই দুর্ঘটনায় মৃত আর এক ছাত্রের নাম সাভানা মে, বয়স ২০। তাঁরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement