স্বেচ্ছায় শরীরে করোনা ভাইরাস Inject! বদলে পাবেন লাখ লাখ টাকা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
করোনার মারণ আক্রমণ রুখতে শীঘ্রই প্রতিষেধক আবিষ্কার ছাড়া আর কোনও উপায় নেই ৷
চিন ছাড়িয়ে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে মারণ করোনা ভাইরাস ৷ আক্রান্ত লাখ লাখ মানুষ ৷ প্রতিদিনই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুও ৷ হিসেব বলছে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা গোটা বিশ্বে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি ৷ করোনার থাবা এখন ভারতেও ৷ আক্রান্তের সংখ্যা এখন পৌঁছল ৬০-এ ৷ অ গোটা বিশ্ব জুড়ে এই মারণ রোগকে রোখার জন্য চলছে প্রতিষেধক নিয়ে রিসার্চ ৷
advertisement
advertisement
advertisement
ব্রিটেনেরই একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, কেউ স্বেচ্ছায় শরীরে করোনার ভাইরাস ইনজেক্ট করতে দিলে, জীবাণু শরীরে প্রবেশ করার পর দু’সপ্তাহের জন্য একটি স্পেশাল রুমে রাখা হবে ওই ব্যক্তিকে ৷ এই ২ সপ্তাহের মধ্যেই চলবে যাবতীয় পরীক্ষানিরীক্ষা ৷ এ সময় কোনও পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করতে পারবেন না ওই ব্যক্তি ৷ গবেষকদের নির্দিষ্ট করে দেওয়া খাবারই খেতে হবে৷
advertisement
তবে করোনার মারণ প্রভাবের কথা ভেবেই সাবধানী গবেষকরা ৷ তারা আশ্বস্থ করেছেন, স্বেচ্ছাসেবকের শরীরে কভিড ১৯ অর্থাৎ করোনা ভাইরাসের জীবাণু নয়, ইনজেক্ট করা হবে একই গোত্রের তুলনামূলক কমজোরি ভাইরাস ওসি ৪৩ এবং ২২৯ই ৷ তুলনামূলক কমজোরি এই ভাইরাসের উপর পরীক্ষানিরীক্ষা চালিয়েই করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার সম্ভব বলে মনে করছেন গবেষকরা ৷