Pakistan Share Market: হুঙ্কারই সার! যুদ্ধ যুদ্ধ করতে করতে ধসে পড়ছে পাকিস্তানের অর্থনীতি! একদিনে শেয়ার মার্কেটে পতন সাড়ে তিন হাজার!

Last Updated:
ওপার থেকে লাগাতার যুদ্ধ জিগির তোলা হলেও পাক অর্থনীতিতে অশনি সঙ্কেতের মেঘ ঘনাচ্ছে তা সে দেশের শেয়ার মার্কেট দেখেই স্পষ্ট।
1/7
প্রতীকী ছবি- রয়টার্স৷
ওপার থেকে লাগাতার যুদ্ধ জিগির তোলা হলেও পাক অর্থনীতিতে অশনি সঙ্কেতের মেঘ ঘনাচ্ছে তা সে দেশের শেয়ার মার্কেট দেখেই স্পষ্ট।
advertisement
2/7
 বুধবারেও বাজার খুলতেও পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স)-এ পতন জারি থাকল। দিন শেষে সেই পতন মুখ থুবড়ে পড়ল সাড়ে তিন হাজার পয়েন্টে।
বুধবারেও বাজার খুলতেও পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স)-এ পতন জারি থাকল। দিন শেষে সেই পতন মুখ থুবড়ে পড়ল সাড়ে তিন হাজার পয়েন্টে।
advertisement
3/7
 এরমধ্যেই এক পাক মন্ত্রীর মুখ থেকে শোনা যায় আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড় ধরনের কোনও সামরিক প্রত্যাঘাত করতে পারে ভারত।এরপর থেকেই পাক শেয়ার মার্কেটে পতন হতে শুরু করে। হু হু করে কমতে থাকে শেয়ার মার্কেটের পয়েন্ট।
এরমধ্যেই এক পাক মন্ত্রীর মুখ থেকে শোনা যায় আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বড় ধরনের কোনও সামরিক প্রত্যাঘাত করতে পারে ভারত।
এরপর থেকেই পাক শেয়ার মার্কেটে পতন হতে শুরু করে। হু হু করে কমতে থাকে শেয়ার মার্কেটের পয়েন্ট।
advertisement
4/7
 পাকিস্তানে ভারত আক্রমণ চালাতে পারে এই ভয়েই কোনও বিনিয়োগকারীই এখন পাক শেয়ার মার্কেটে কোনও ধরনের বিনিয়োগ করতে চাইছেন না।
পাকিস্তানে ভারত আক্রমণ চালাতে পারে এই ভয়েই কোনও বিনিয়োগকারীই এখন পাক শেয়ার মার্কেটে কোনও ধরনের বিনিয়োগ করতে চাইছেন না।
advertisement
5/7
 পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানান আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত আক্রমণ চালাতে পারে।
পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার জানান আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত আক্রমণ চালাতে পারে।
advertisement
6/7
পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলাকারী সন্ত্রাসীরা এপ্রিলের প্রথম সপ্তাহে গোটা ভ্যালিতে রেকি করেছিল এবং ২২ এপ্রিল ২৬ জন ভারতীয়কে গুলি করে হত্যা করে। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে হামলাটি দুই দিন আগে ঘটতে পারত, কিন্তু আবহাওয়ার কারণে বিঘ্ন ঘটে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এর বৈসরন উপত্যকায় জঙ্গিদের আক্রমণে প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক।
এরপরেই ভারত-পাক সম্পর্কে চাপানউতোর শুরু হয়। ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করে।
advertisement
7/7
পহেলগাঁওয়ের ঘটনার পর পাকিস্তান এখন ভয় পাচ্ছে যে ভারত কোনও বড় পদক্ষেপ নিতে পারে। এই কারণেই তারা আফগানিস্তান সীমান্ত এবং বেলুচিস্তানে সন্ত্রাসবাদীদের মোকাবিলায় দক্ষ সামরিক কর্মীদের ভারত-পাকিস্তান সীমান্তে ফিরিয়ে ডেকেছে। ভারত থেকে কোনও অনুপ্রবেশ না হওয়ায় এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান সীমান্তে খুব বেশি সৈন্য মোতায়েন করা হয়নি। তার দরকারও পড়েনি। ভারত এমন কোনও গুলিবর্ষণে লিপ্ত হয় না যার ফলে পাকিস্তান সীমান্তে বিপুল সংখ্যক সামরিক কর্মী মোতায়েন করতে বাধ্য হয়।
পাকিস্তানও শিমলা চুক্তি মানবে না বলেই জানায়। এর মাঝেই যুদ্ধ-যুদ্ধ জিগির তুলতে শুরু করে পাকিস্তান। কিন্তু, এই শেয়ার পতন আদতে যে আর্থিকভাবে পাকিস্তানকে পঙ্গু করে দিতে পারে সেই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।
advertisement
advertisement
advertisement