হোম » ছবি » বিদেশ » IN PICS: তৃতীয়বার 'গণতান্ত্রিক' পথে সরকার নির্বাচন করবে পাকিস্তান
IN PICS: তৃতীয়বার 'গণতান্ত্রিক' পথে সরকার নির্বাচন করবে পাকিস্তান
Ananya Chakraborty
1/ 13
ভোটের লড়াইয়ে পাকিস্তান। এই নিয়ে দ্বিতীয়বার কোনও নির্বাচিত সরকার মেয়াদ শেষ করার পর ভোট হচ্ছে পাকিস্তানে। (Image: AP)
2/ 13
উত্তেজনা, সন্ত্রাসের আতঙ্কের মাঝেই আজ অর্থাৎ বুধবার পাকিস্তানের একাদশতম জাতীয় নির্বাচন ৷ (Image: AP)
3/ 13
রিগিং ও হিংসার আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে ভোটপর্ব সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে প্রায় তিন লাখ ৭১ হাজার পাকিস্তানি সেনা জওয়ান ৷ পুলিশকর্মী মিলিয়ে নিরাপত্তাবাহিনীর সংখ্যা ৮ লক্ষ ৷ (Image: AP)
4/ 13
এদিন সকাল ৮টা থেকে সারাদেশে পাক জাতীয় আইনসভার ২৭২টি আসন ও বালুচিস্তানের ১৬, পঞ্জাবের ১৪১টি, সিন্ধের ৬১টি আসন, খাইবার পাখতুনখোয়ার ৩৯টি আসন, ইসলামাবাদের ৩ এবং স্বশাসিত উপজাতি অঞ্চলের ১২ টি আসনে একসঙ্গে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ (Image: AP)
5/ 13
৮৫ হাজার পোলিং স্টেশনে ভোট চলবে সন্ধে ৬টা অবধি ৷ ভোট দেবেন ১০ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার ৪০৭ জন পাক ভোটার ৷ বুথ সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ১৩২ ৷ (Image: AP)
6/ 13
এখন নওয়াজ শরিফের দলের সঙ্গে ইমরান খানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে গোটা বিশ্বের নজর ৷ পাক জনতার রায়ে কে করবে বাজিমাত এখন সেটাই দেখার ৷ (Image: AP)
7/ 13
মূলত লড়াই নওয়াজের পাকিস্তান মুসলিম লিগের সঙ্গে তেহরিক-ই-ইনসাফ দলের ইমরান খান ৷ তবে মসনদের লড়াইয়ে রয়েছে পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারি, বিলাওয়াল ভুট্টো জারদারি ৷ (Image: AP)
8/ 13
২৭২টি আসনে ভোট হলেও পাক জাতীয় আইনসভার মোট আসন সংখ্যা ৩৪২ ৷ ম্যাজিক ফিগার ১৭২ ৷ ক্ষমতা দখলের জন্য ১৩৭টি আসন পেলেই চলবে ৷ (Image: AP)
9/ 13
৮৫ হাজার পোলিং স্টেশনে ভোট চলবে সন্ধে ৬টা অবধি ৷ ভোট দেবেন ১০ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার ৪০৭ জন পাক ভোটার ৷ (Image: AP)
10/ 13
বুথ সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ১৩২ ৷ (Image: AP)
11/ 13
মহিলা ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসনগুলি সমানুপাতে রাজনৈতিক দলগুলির মধ্যে বণ্টন করা হবে ৷ (Image: AP)
12/ 13
ভোট দেবেন ১০ কোটি ৫৯ লক্ষ ৫৫ হাজার ৪০৭ জন পাক ভোটার ৷ (Image: AP)
13/ 13
৮৫ হাজার পোলিং স্টেশনে ভোট চলবে সন্ধে ৬টা অবধি ৷ বুথ সংখ্যা ২ লক্ষ ৪১ হাজার ১৩২ ৷ (Image: AP)
IN PICS: তৃতীয়বার 'গণতান্ত্রিক' পথে সরকার নির্বাচন করবে পাকিস্তান
রিগিং ও হিংসার আশঙ্কা কাটিয়ে সুষ্ঠুভাবে ভোটপর্ব সম্পন্ন করতে মোতায়েন করা হয়েছে প্রায় তিন লাখ ৭১ হাজার পাকিস্তানি সেনা জওয়ান ৷ পুলিশকর্মী মিলিয়ে নিরাপত্তাবাহিনীর সংখ্যা ৮ লক্ষ ৷ (Image: AP)
IN PICS: তৃতীয়বার 'গণতান্ত্রিক' পথে সরকার নির্বাচন করবে পাকিস্তান
এদিন সকাল ৮টা থেকে সারাদেশে পাক জাতীয় আইনসভার ২৭২টি আসন ও বালুচিস্তানের ১৬, পঞ্জাবের ১৪১টি, সিন্ধের ৬১টি আসন, খাইবার পাখতুনখোয়ার ৩৯টি আসন, ইসলামাবাদের ৩ এবং স্বশাসিত উপজাতি অঞ্চলের ১২ টি আসনে একসঙ্গে শুরু হয়েছে ভোটগ্রহণ ৷ (Image: AP)
IN PICS: তৃতীয়বার 'গণতান্ত্রিক' পথে সরকার নির্বাচন করবে পাকিস্তান
মূলত লড়াই নওয়াজের পাকিস্তান মুসলিম লিগের সঙ্গে তেহরিক-ই-ইনসাফ দলের ইমরান খান ৷ তবে মসনদের লড়াইয়ে রয়েছে পাকিস্তান পিপলস পার্টির নেতা আসিফ আলি জারদারি, বিলাওয়াল ভুট্টো জারদারি ৷ (Image: AP)