Pakistan China: পাকিস্তানকে এভাবে ঠকাল চিন! বিশ্বের সামনে লজ্জায় শেষ পাক সেনা! কীভাবে পাকিস্তানকে ঠকিয়ে দিল চিন? শুনে চমকে উঠবেন

Last Updated:
Pakistan China: এই ঘটনার পরই সামনে চলে এসেছে চিনের সমরাস্ত্রের উপর নির্ভর করে কতটা ঠকতে হল পাকিস্তানকে।
1/7
বারবার সতর্ক করেছিল ভারত। পালটা হামলা করলে ফল যে ভাল হবে না, আগেই সেই হুঁশিয়ারি পাকিস্তানকে দিয়ে রেখেছিল ভারত। অপারেশন সিঁদুরের পর সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতের সেই সাবধানবাণী না শোনায় চরম পরিণতি হল পাকিস্তানের।
বারবার সতর্ক করেছিল ভারত। পালটা হামলা করলে ফল যে ভাল হবে না, আগেই সেই হুঁশিয়ারি পাকিস্তানকে দিয়ে রেখেছিল ভারত। অপারেশন সিঁদুরের পর সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতের সেই সাবধানবাণী না শোনায় চরম পরিণতি হল পাকিস্তানের।
advertisement
2/7
বৃহস্পতিবার ভোর রাতে ভারতের ১৫টি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের S 400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে বলে ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে। এমনকী ভারতের পালটা ড্রোন হামলায় পাকিস্তানের HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
বৃহস্পতিবার ভোর রাতে ভারতের ১৫টি শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান। কিন্তু ভারতের S 400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই নিষ্ক্রিয় করে দিয়েছে বলে ভারতীয় সেনার তরফে জানা গিয়েছে। এমনকী ভারতের পালটা ড্রোন হামলায় পাকিস্তানের HQ9 এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।
advertisement
3/7
আর এই ঘটনার পরই সামনে চলে এসেছে চিনের সমরাস্ত্রের উপর নির্ভর করে কতটা ঠকতে হল পাকিস্তানকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পুরোপুরি চিনের উপরই নির্ভরশীল ইসলামাবাদ।
আর এই ঘটনার পরই সামনে চলে এসেছে চিনের সমরাস্ত্রের উপর নির্ভর করে কতটা ঠকতে হল পাকিস্তানকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পুরোপুরি চিনের উপরই নির্ভরশীল ইসলামাবাদ।
advertisement
4/7
এর জন্য কয়েক হাজার কোটি টাকা খরচও হয়েছে পাকিস্তানের। পুরোটাই যে চিন ও পাকিস্তানের ফাঁকা বুলি, গত দুদিনেই তা বারবার স্পষ্ট হয়ে গেল। প্রসঙ্গত, এর আগেও চিনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ধরা পড়েছিল। ভারত পাকিস্তান সংঘাতের আবহে তা আরও স্পষ্ট হয়ে গেল।
এর জন্য কয়েক হাজার কোটি টাকা খরচও হয়েছে পাকিস্তানের। পুরোটাই যে চিন ও পাকিস্তানের ফাঁকা বুলি, গত দুদিনেই তা বারবার স্পষ্ট হয়ে গেল। প্রসঙ্গত, এর আগেও চিনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ধরা পড়েছিল। ভারত পাকিস্তান সংঘাতের আবহে তা আরও স্পষ্ট হয়ে গেল।
advertisement
5/7
পাকিস্তানের হাতে রয়েছে ছ’টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চিনের তৈরি এইচকিউ-৯পি/এইচকিউ-৯বিই-র নাম। ১০০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। চিনের এই হাতিয়ারেও রয়েছে এইএসএ রাডার এবং ১৪ ম্যাক গতির ক্ষেপণাস্ত্র।
পাকিস্তানের হাতে রয়েছে ছ’টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চিনের তৈরি এইচকিউ-৯পি/এইচকিউ-৯বিই-র নাম। ১০০ থেকে ২০০ কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। চিনের এই হাতিয়ারেও রয়েছে এইএসএ রাডার এবং ১৪ ম্যাক গতির ক্ষেপণাস্ত্র।
advertisement
6/7
শুধু তাই নয়, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রকে আটকাতে চিনের এলওয়াই-৮০/এলওয়াই-৮০ই নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে পাকিস্তানের। এ ছাড়া স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে চিনের থেকে এফএম-৯০ নামের একটি বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চিনের থেকে নিয়েছে পাকিস্তান। ফ্রান্সের তৈরি ক্রোটালে নামের একটি এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে পাক সেনার কাছে। কিন্তু ব্যর্থ হয়েছে সবই।
শুধু তাই নয়, ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ় ক্ষেপণাস্ত্রকে আটকাতে চিনের এলওয়াই-৮০/এলওয়াই-৮০ই নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে পাকিস্তানের। এ ছাড়া স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে চিনের থেকে এফএম-৯০ নামের একটি বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চিনের থেকে নিয়েছে পাকিস্তান। ফ্রান্সের তৈরি ক্রোটালে নামের একটি এয়ার ডিফেন্স সিস্টেমও রয়েছে পাক সেনার কাছে। কিন্তু ব্যর্থ হয়েছে সবই।
advertisement
7/7
কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এ সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ছিন্নভিন্ন হয়ে গিয়েছে পাকিস্তানের। স্ক্যাল্প ক্রুজ় ক্ষেপণাস্ত্র চিহ্নিতকরণ এবং ধ্বংসের জন্য রাখা এফএম-৯০ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিও পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে চিনের থেকে কেনা সমরাস্ত্র নিয়ে পুরোই ঠকে গিয়েছে পাকিস্তান।
কিন্তু ‘অপারেশন সিঁদুর’-এ সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ছিন্নভিন্ন হয়ে গিয়েছে পাকিস্তানের। স্ক্যাল্প ক্রুজ় ক্ষেপণাস্ত্র চিহ্নিতকরণ এবং ধ্বংসের জন্য রাখা এফএম-৯০ বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিও পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে চিনের থেকে কেনা সমরাস্ত্র নিয়ে পুরোই ঠকে গিয়েছে পাকিস্তান।
advertisement
advertisement
advertisement