জামিনের মেয়াদ শেষ, জনসমুদ্রে ভেসে ফের কারাগারের পথে নওয়াজ শরিফ

Last Updated:
1/5
ছ’মাসের জামিনের মেয়াদ শেষ ৷ ফের কারাগারে বন্দি হতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ লন্ডনে বিলাসবহুল চারটি ফ্ল্যাটের যথাযথ হিসেব দেখাতে পারেননি নওয়াজ শরিফ ৷ যার জেরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত ৷
ছ’মাসের জামিনের মেয়াদ শেষ ৷ ফের কারাগারে বন্দি হতে চলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ৷ লন্ডনে বিলাসবহুল চারটি ফ্ল্যাটের যথাযথ হিসেব দেখাতে পারেননি নওয়াজ শরিফ ৷ যার জেরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত ৷
advertisement
2/5
দুর্নীতির মামলায় সাত বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন নওয়াজ ৷ এরপর শারিরীক এং মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শরীফ স্থায়ী জামিনের আবেদন জানিয়েছিলেন ৷ গত ২৬ মার্চ শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসিফ সঈদের নেতৃত্বাধীন বেঞ্চ ৬ সপ্তাহের জন্য জামিনের অনুমতি দেন ৷
দুর্নীতির মামলায় সাত বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হন নওয়াজ ৷ এরপর শারিরীক এং মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শরীফ স্থায়ী জামিনের আবেদন জানিয়েছিলেন ৷ গত ২৬ মার্চ শুনানির পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আসিফ সঈদের নেতৃত্বাধীন বেঞ্চ ৬ সপ্তাহের জন্য জামিনের অনুমতি দেন ৷
advertisement
3/5
মঙ্গলবার মধ্যরাতই জামিনের মেয়াদ শেষ হওয়ার দিন ছিল ৷ যার জেরে মঙ্গলবারই ফের কোট লাখপতি জেলের উদ্দেশে রওনা দেন শরিফ ৷ মোট ৪ ঘণ্টার এই পথে ছিল ভিড়ে ভিড় ৷
মঙ্গলবার মধ্যরাতই জামিনের মেয়াদ শেষ হওয়ার দিন ছিল ৷ যার জেরে মঙ্গলবারই ফের কোট লাখপতি জেলের উদ্দেশে রওনা দেন শরিফ ৷ মোট ৪ ঘণ্টার এই পথে ছিল ভিড়ে ভিড় ৷
advertisement
4/5
সেই জনসমাগমের উদ্দেশে নওয়াজ বলেন, ‘এই মধ্যরাতে আপনারা সকলে আমার জন্য এখানে এসে হাজির হয়েছেন ৷ আমি এর জন্য কৃতজ্ঞ ৷ আপনাদের সকলের ভালবাসা সঙ্গে নিয়েই চললাম আমি ৷’
সেই জনসমাগমের উদ্দেশে নওয়াজ বলেন, ‘এই মধ্যরাতে আপনারা সকলে আমার জন্য এখানে এসে হাজির হয়েছেন ৷ আমি এর জন্য কৃতজ্ঞ ৷ আপনাদের সকলের ভালবাসা সঙ্গে নিয়েই চললাম আমি ৷’
advertisement
5/5
নওয়াজের সঙ্গে ছিল তাঁর মেয়েও ৷ নওয়াজের মেয়ে মারিয়াম নওয়াজ শরিফও এই ভিড় দেখে তাজ্জব হয়ে যান ৷ তিনি ট্যুইটে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাইউইন্ড থেকে কোট লাখপতি জেলের দূরত্ব খুব বেশী হলে ৩০ মিনিট ৷ কিন্তু ৩০ মিনিটের সেই রাস্তাই লাগল প্রায় ৪ ঘণ্টা ৷ পাশাপাশি গোটা লাহোরকেই এই কারণে ধন্যবাদ জানালেন তিনি ৷
নওয়াজের সঙ্গে ছিল তাঁর মেয়েও ৷ নওয়াজের মেয়ে মারিয়াম নওয়াজ শরিফও এই ভিড় দেখে তাজ্জব হয়ে যান ৷ তিনি ট্যুইটে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাইউইন্ড থেকে কোট লাখপতি জেলের দূরত্ব খুব বেশী হলে ৩০ মিনিট ৷ কিন্তু ৩০ মিনিটের সেই রাস্তাই লাগল প্রায় ৪ ঘণ্টা ৷ পাশাপাশি গোটা লাহোরকেই এই কারণে ধন্যবাদ জানালেন তিনি ৷
advertisement
advertisement
advertisement