Padma Setu: চমকে দিল পদ্মাসেতু! বাংলাদেশ যে রেকর্ড গড়ল, অবিশ্বাস্য বললেও কম হবে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Padma Setu: বাংলাদেশের সেতু বিভাগ জানিয়েছে, এই সময়ের মধ্যে ৫৬ লক্ষেরও বেশি যান চলাচল করেছে পদ্মা সেতু দিয়ে।
২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জুন থেকেই সেতুতে যান চলাচল শুরু হয়। পদ্মা সেতু তৈরি করে চমক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ। পদ্মা সেতুকে ঘিরে ব্যাপক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রথম দিনই ‘স্বপ্নের সেতু’তে টোল আদায় হয়েছিল ২ কোটি ৭৪ লক্ষ ৬৬ হাজার ৮৫০ টাকা।
advertisement
বাংলাদেশের সেতু বিভাগ জানিয়েছে, এই সময়ের মধ্যে ৫৬ লক্ষেরও বেশি যান চলাচল করেছে পদ্মা সেতু দিয়ে। এই সেতু ঘিরে প্রথম থেকেই উন্মাদনা ছিল ও পার বাংলার বাসিন্দাদের। সেতু চালুর পর সেই উচ্ছ্বাসও ধরা পড়েছিল ওপার বাংলার বাসিন্দাদের মধ্যে। তবে শুধু বাংলাদেশ নয়, পদ্মা সেতু ঘিরে কৌতূহল তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলেও।
advertisement
advertisement
advertisement