Bhutan Haa Festival: শীত কাটিয়ে বসন্ত ভুটানে, হা ভ্যালি ভরেছে চেরি ব্লসম, রডোডেনড্রনে! শুরু হয়েছে উৎসব 

Last Updated:
ভুটানের হা এলাকায় শুরু হয়েছে বসন্ত উৎসব। সেজে উঠেছে ফুলের উপত্যকা চেরি ব্লসম ও রডোডেনড্রন ফুল দিয়ে। পর্যটকদের ভিড় এলাকায়। রোজ চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
1/5
হা বসন্ত উৎসব উপলক্ষে সেজে উঠেছে ভুটানের হা এলাকা। পর্যটক ও ভুটানবাসীদের ভিড় দেখা যাচ্ছে সেখানে। প্রতিবছর এপ্রিল মাসের ৭ তারিখ থেকে শুরু হয় এই উৎসব। চলে সাতদিন।
হা বসন্ত উৎসব উপলক্ষে সেজে উঠেছে ভুটানের হা এলাকা। পর্যটক ও ভুটানবাসীদের ভিড় দেখা যাচ্ছে সেখানে। প্রতিবছর এপ্রিল মাসের ৭ তারিখ থেকে শুরু হয় এই উৎসব। চলে সাতদিন।
advertisement
2/5
হা বসন্ত উৎসব ভুটানের পর্যটনের ক্ষেত্রে অন্য মাত্রা রাখে।কারণ ভুটানে শীতকাল পাঁচ মাস থাকে। এপ্রিল মাসে বসন্ত প্রবেশ করে ভুটানে। এই সময় ফুটে ওঠে নানান ফুল।
হা বসন্ত উৎসব ভুটানের পর্যটনের ক্ষেত্রে অন্য মাত্রা রাখে। কারণ ভুটানের শীতকাল পাঁচ মাস থাকে। এপ্রিল মাসে বসন্ত প্রবেশ করে ভুটানে। এই সময় ফুটে ওঠে নানান ফুল।
advertisement
3/5
বসন্তকালের আগমনকে উদযাপিত করা হয় হা বসন্ত উৎসব দিয়ে। হা এলাকাটি ফুলের উপত্যকা নামে পরিচিত। এই সময় এই এলাকায় গেলে দেখা যায় চেরি ব্লসম, রডোডেনড্রন ফুলের বাহার।
বসন্তকালের আগমনকে উদযাপিত করা হয় হা বসন্ত উৎসব দিয়ে। হা এলাকাটি ফুলের উপত্যকা নামে পরিচিত। এই সময় এই এলাকায় গেলে দেখা যায় চেরি ব্লসম রডোডেনড্রন ফুলের বাহার।
advertisement
4/5
হা বসন্ত উৎসব উপলক্ষে সেজে উঠেছে ভুটানের বৌদ্ধ মঠগুলি। পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে সেখানেও। ভারত, আমেরিকার পর্যটকদের বেশি ভিড় দেখা যাচ্ছে বলে জানা যায়।
হা বসন্ত উৎসব উপলক্ষ্যে সেজে উঠেছে ভুটানের বৌদ্ধ মঠগুলি। পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে সেখানেও। ভারত, আমেরিকার পর্যটকদের বেশি ভিড় দেখা যাচ্ছে বলে জানা যায়।
advertisement
5/5
হা বসন্ত উৎসবে পর্যটকদের জন্য রয়েছে ভুটানের সাংস্কৃতিক খাবার। এই এলাকার তাঁতিদের হাতের তৈরি কাজ। এছাড়াও সাংস্কৃতিক নৃত্য ও গানের আয়োজন করা হয়েছে প্রতিদিন।
হা বসন্ত উৎসবে পর্যটকদের জন্য রয়েছে ভুটানের সাংস্কৃতিক খাবার। এই এলাকার তাঁতিদের হাতের তৈরি কাজ। এছাড়াও সাংস্কৃতিক নৃত্য ও গানের আয়োজন করা হয়েছে প্রতিদিন।
advertisement
advertisement
advertisement