Viral Photo|| কী এমন রয়েছে 'এই' শিশু কন্যার ছবিতে! ফটোগ্রাফার জিতেছেন ৩ কোটি টাকা পুরস্কার মূল্য!

Last Updated:
Viral Photo of a Omani Girl: ওমানের ফটোগ্রাফার তুর্কি বিন ইব্রাহিম আল জুনাইবির (Turki bin Ibrahim al Junaibi) একটি ছবি এ বছরের হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (HIPA) পেয়েছে।
1/5
*ওমানের ফটোগ্রাফার তুর্কি বিন ইব্রাহিম আল জুনাইবির (Turki bin Ibrahim al Junaibi) একটি ছবি এ বছরের হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (HIPA) পেয়েছে। জুনাইবি একটি ছোট্ট ওমানি মেয়ের (Omani girl) ছবি তুলেছিলেন। যার সবুজ চোখ হীরের মতো জ্বলজ্বল করছে। পুরস্কারে জুনাইবিকে দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি টাকা এবং একটি সার্টিফিকেট। সংগৃহীত ছবি।
*ওমানের ফটোগ্রাফার তুর্কি বিন ইব্রাহিম আল জুনাইবির (Turki bin Ibrahim al Junaibi) একটি ছবি এ বছরের হামদান ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি অ্যাওয়ার্ড (HIPA) পেয়েছে। জুনাইবি একটি ছোট্ট ওমানি মেয়ের (Omani girl) ছবি তুলেছিলেন। যার সবুজ চোখ হীরের মতো জ্বলজ্বল করছে। পুরস্কারে জুনাইবিকে দেওয়া হয়েছে প্রায় ৩ কোটি টাকা এবং একটি সার্টিফিকেট। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*'চোখ' থিমে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় জুনাইবি-সহ সারা বিশ্বের হাজারের বেশি ফটোগ্রাফার তাঁদের শ্রেষ্ঠ ছবি অন্তর্ভুক্ত করেন। জুনাইবি জানিয়েছেন, তিনি মেসিরাহ আইসল্যান্ডে মেয়েটির ছবি তুলেছিলেন। সংগৃহীত ছবি।
*'চোখ' থিমে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় জুনাইবি-সহ সারা বিশ্বের হাজারের বেশি ফটোগ্রাফার তাঁদের শ্রেষ্ঠ ছবি অন্তর্ভুক্ত করেন। জুনাইবি জানিয়েছেন, তিনি মেসিরাহ আইসল্যান্ডে মেয়েটির ছবি তুলেছিলেন। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*ফটোগ্রাফার জুনাইবি করোনার আগে ভারতে এসেছিলেন। সেই সময়ে, তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে বেনারসের অনেক ছবিও শেয়ার করেন। সংগৃহীত ছবি।
*ফটোগ্রাফার জুনাইবি করোনার আগে ভারতে এসেছিলেন। সেই সময়ে, তিনি তার ইনস্টাগ্রাম পোস্টে বেনারসের অনেক ছবিও শেয়ার করেন। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*জুনাইবি বলেন, এটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমি ওমানের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। তার ফলে দেশে পর্যটকের সংখ্যা বাড়বে। সংগৃহীত ছবি।
*জুনাইবি বলেন, এটা আমার জন্য গর্বের মুহূর্ত। আমি ওমানের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই। তার ফলে দেশে পর্যটকের সংখ্যা বাড়বে। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*বিশ্বের সেরা ফটোগ্রাফির জন্য প্রতি বছর HIPA দেওয়া হয়। ২০১১ সালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন রশিদ বিন মোহাম্মদ আল মাকতুমের তত্ত্বাবধানে এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর পুরস্কার দেওয়ার জন্য ছবি নির্বাচনের আলাদা থিম রাখা হয়। সংগৃহীত ছবি।
*বিশ্বের সেরা ফটোগ্রাফির জন্য প্রতি বছর HIPA দেওয়া হয়। ২০১১ সালে দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন রশিদ বিন মোহাম্মদ আল মাকতুমের তত্ত্বাবধানে এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর পুরস্কার দেওয়ার জন্য ছবি নির্বাচনের আলাদা থিম রাখা হয়। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement