Noodle Shop | Taiwan | Viral News: নুডলসের বোল-এর উপরে অতো বড়..... ওটা কী! তাইওয়ানের এই পদের ছবি ভাইরাল হুহু করে

Last Updated:
মাথা থেকে লেজ পর্যন্ত এই জীবের দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত হতে পারে বলে সূত্রের খবর৷
1/10
ধরুন চাইনিজ খেতে রেস্তোরাঁয় গিয়েছেন৷ অর্ডার দিয়েছে নুডলস৷ কিন্তু যেই না রেস্তোরাঁর বয় আপনার সামনে নুডলসের বোল রাখল, ওমনিই আঁতকে উঠলেন আতঙ্কে৷ এটা কী?
ধরুন চাইনিজ খেতে রেস্তোরাঁয় গিয়েছেন৷ অর্ডার দিয়েছে নুডলস৷ কিন্তু যেই না রেস্তোরাঁর বয় আপনার সামনে নুডলসের বোল রাখল, ওমনিই আঁতকে উঠলেন আতঙ্কে৷ এটা কী?
advertisement
2/10
কিম্ভূতকিমাকার প্রাণী৷ চার পেয়ে নয়, এক্কেবারে ১৪ পেয়ে৷ বড় রকমের কেন্নোর মতো দেখতে৷ কিন্তু, কেন্নো নয়৷ তাহলে এটা কী?
কিম্ভূতকিমাকার প্রাণী৷ চার পেয়ে নয়, এক্কেবারে ১৪ পেয়ে৷ বড় রকমের কেন্নোর মতো দেখতে৷ কিন্তু, কেন্নো নয়৷ তাহলে এটা কী?
advertisement
3/10
তাইওয়ানের তাইপেইতে, র‍্যামেন নুডলসের উপরে এই বিশাল জীব পরিবেশন করেই তাক লাগিয়ে দিচ্ছে এক রেস্তোরাঁ৷ পদ দুর্দান্ত ‘হিট’!
তাইওয়ানের তাইপেইতে, র‍্যামেন নুডলসের উপরে এই বিশাল জীব পরিবেশন করেই তাক লাগিয়ে দিচ্ছে এক রেস্তোরাঁ৷ পদ দুর্দান্ত ‘হিট’!
advertisement
4/10
তাইপেই-এর র‍্যামেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছে, এই বিশাল প্রাণীর নাম আইসোপড৷ এই আইসোপড হল গভীর জলের এক রহস্যময় জীব৷
তাইপেই-এর র‍্যামেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছে, এই বিশাল প্রাণীর নাম আইসোপড৷ এই আইসোপড হল গভীর জলের এক রহস্যময় জীব৷
advertisement
5/10
তাইপেই-এর র‍্যামেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছে, এই বিশাল প্রাণীর নাম আইসোপড৷ এই আইসোপড হল গভীর জলের এক রহস্যময় জীব৷
তাইপেই-এর র‍্যামেন রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানাচ্ছে, এই বিশাল প্রাণীর নাম আইসোপড৷ এই আইসোপড হল গভীর জলের এক রহস্যময় জীব৷
advertisement
6/10
যে রেস্তোরাঁ এই র‍্যামেন নুডলস পরিবেশন করছে, তার নাম র‍্যামেন বয় নুডলস৷ তাইপেইয়ের ঝংশান জেলায় অবস্থিত এই রেস্তোরাঁ।
যে রেস্তোরাঁ এই র‍্যামেন নুডলস পরিবেশন করছে, তার নাম র‍্যামেন বয় নুডলস৷ তাইপেইয়ের ঝংশান জেলায় অবস্থিত এই রেস্তোরাঁ।
advertisement
7/10
সাউথ চায়না মর্নিং পোস্টের মতে , "১৪-পা বিশিষ্ট গোলিয়াথগুলি সাধারণত সমুদ্রের পৃষ্ঠ থেকে ৫০০ মিটার (১,৬৪০ ফুট) বা তার বেশি নীচে পাওয়া যায়৷ কাওশিউংয়ের দক্ষিণ-পশ্চিমে ডংশা দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী সামুদ্রিক এলাকা থেকে এই আইসোপড ধরা হয়। তারপর জাতিতে চিংড়ির সমগোত্রীয় এই ক্রাস্টেশীয় জীব নিয়ে আসা হয় রেস্তোরাঁয়৷
সাউথ চায়না মর্নিং পোস্টের মতে , "১৪-পা বিশিষ্ট গোলিয়াথগুলি সাধারণত সমুদ্রের পৃষ্ঠ থেকে ৫০০ মিটার (১,৬৪০ ফুট) বা তার বেশি নীচে পাওয়া যায়৷ কাওশিউংয়ের দক্ষিণ-পশ্চিমে ডংশা দ্বীপপুঞ্জের পার্শ্ববর্তী সামুদ্রিক এলাকা থেকে এই আইসোপড ধরা হয়। তারপর জাতিতে চিংড়ির সমগোত্রীয় এই ক্রাস্টেশীয় জীব নিয়ে আসা হয় রেস্তোরাঁয়৷
advertisement
8/10
মাথা থেকে লেজ পর্যন্ত এই জীবের দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত হতে পারে বলে সূত্রের খবর৷
মাথা থেকে লেজ পর্যন্ত এই জীবের দৈর্ঘ্য প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত হতে পারে বলে সূত্রের খবর৷
advertisement
9/10
এই জীবের অন্ত্রের অংশ বাদ দিয়ে সাদা মাংসের অংশ খাবার হিসাবে খাওয়া হয়। খাবার আগে অবশ্যই তা সেদ্ধ করে নেওয়া হয়৷
এই জীবের অন্ত্রের অংশ বাদ দিয়ে সাদা মাংসের অংশ খাবার হিসাবে খাওয়া হয়। খাবার আগে অবশ্যই তা সেদ্ধ করে নেওয়া হয়৷
advertisement
10/10
দেখতে তো কিম্ভূত খেতে কেমন লাগে, সেটা কী জানেন? যাঁরা খেয়েছেন, তাঁরা বলছেন, খেতে মন্দ নয়৷ স্বাদ অনেকটা গলদা চিংড়ি কিংবা কাঁকড়ার মতো।
দেখতে তো কিম্ভূত খেতে কেমন লাগে, সেটা কী জানেন? যাঁরা খেয়েছেন, তাঁরা বলছেন, খেতে মন্দ নয়৷ স্বাদ অনেকটা গলদা চিংড়ি কিংবা কাঁকড়ার মতো।
advertisement
advertisement
advertisement