Nobel Peace Prize: ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় রেগে টং হোয়াইট হাউস, শান্তির বদলে রাজনীতি বাছল নোবেল কমিটি চরম তোপ

Last Updated:
Nobel Peace Prize: এত কিছু করেও মন পেলেন না নোবেল কমিটির এমনটাই আক্ষেপ ঝরে পড়ছে হোয়াইট হাউসের সকলের গলা থেকে
1/5
নোবেল শান্তি পুরস্কার: অনেক কাঠখড় পুড়িয়েছিলেন, কিন্তু ট্রাম্পের এবারের মতো নোবেল শান্তি পুরস্কার পাওয়া হল না৷ নোবেল শান্তি পুরস্কার প্যানেলের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস, বলেছে তারা 'শান্তিকে ছাপিয়ে রাজনীতি'কে বেছে নিয়েছে৷ ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দারুণ প্রচেষ্টার জন্য মারিয়া করিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হল৷
নোবেল শান্তি পুরস্কার: অনেক কাঠখড় পুড়িয়েছিলেন, কিন্তু ট্রাম্পের এবারের মতো নোবেল শান্তি পুরস্কার পাওয়া হল না৷ নোবেল শান্তি পুরস্কার প্যানেলের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস, বলেছে তারা 'শান্তিকে ছাপিয়ে রাজনীতি'কে বেছে নিয়েছে৷ ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দারুণ প্রচেষ্টার জন্য মারিয়া করিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার তুলে দেওয়া হল৷
advertisement
2/5
শুক্রবার হোয়াইট হাউস নোবেল পুরস্কার কমিটির ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ভেনেজুয়েলার  বিরোধী নেতাকে শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।
শুক্রবার হোয়াইট হাউস নোবেল পুরস্কার কমিটির ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ভেনেজুয়েলার  বিরোধী নেতাকে শান্তি পুরস্কার প্রদানের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।
advertisement
3/5
হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্স-এ একটি পোস্টে বলেন,
হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চিউং এক্স-এ একটি পোস্টে বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি, যুদ্ধের অবসান এবং জীবন বাঁচানোর মতো কাজ অব্যাহত রাখবেন। তাঁর মধ্যে একজন মানবতাবাদী হৃদয় রয়েছে এবং তাঁর মতো কেউ কখনও আসবে না যে তাঁর ইচ্ছাশক্তির জোরে পাহাড় সরাতে পারবে৷"
advertisement
4/5
তিনি স্তম্ভিত!- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন৷  ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজের জন্য সম্মানিত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো শুক্রবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর পেয়ে তার বিস্ময় ধরে রাখতে পারেননি৷  হোয়াইট হাউসের মুখপাত্রের সূত্রের মারফত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই বাদ পড়া বিশ্ব শান্তির প্রতি প্রকৃত প্রতিশ্রুতির পরিবর্তে পক্ষপাতকেই প্রতিফলিত করে।
তিনি স্তম্ভিত!- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন৷  ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজের জন্য সম্মানিত ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া করিনা মাচাদো শুক্রবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর পেয়ে তার বিস্ময় ধরে রাখতে পারেননি৷  হোয়াইট হাউসের মুখপাত্রের সূত্রের মারফত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই বাদ পড়া বিশ্ব শান্তির প্রতি প্রকৃত প্রতিশ্রুতির পরিবর্তে পক্ষপাতকেই প্রতিফলিত করে।
advertisement
5/5
এদিকে এদিনের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে, ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে দাবি করেছিলেন যে তিনি
এদিকে এদিনের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগে, ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে দাবি করেছিলেন যে তিনি "কিছু না করার" জন্য এবং "আমাদের দেশকে ধ্বংস করার" জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। জানুয়ারিতে ওভাল অফিসে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় ফিরে আসা ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং আটটি যুদ্ধের অবসানে তার প্রশাসনের সাফল্যের কথা উল্লেখ করেছেন৷  জোর দিয়ে বলেছেন যে তিনি পুরস্কারের পিছনে ছুটতে নয় বরং "ফলাফল" দ্বারা অনুপ্রাণিত ছিলেন। আবারও ক্ষমতা গ্রহণের পর থেকে, ডোনাল্ড ট্রাম্প নোবেল নির্বাচন প্রক্রিয়ায় উপদেষ্টার ভূমিকা পালনকারী পিস রিসার্চ ইনস্টিটিউট অসলো (PRIO) কে প্রভাবিত করার জন্য প্রকাশ্যে প্রচারণা চালিয়েছেন।
advertisement
advertisement
advertisement