Nepal Gen Z Protest: রাষ্ট্রপতির বাড়ি তছনছ, সর্বদল বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী, নেপাল জুড়ে তাণ্ডব Gen Z-র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিক্ষোভকারীরা খুমালতারে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল 'প্রচণ্ড'-এর বাড়িতেও ভাঙচুর চালায় এবং বুধানিলকণ্ঠে আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনের বাইরে বিক্ষোভ করে।
advertisement
কাঠমান্ডুর কালানকি এবং বানেশ্বর এলাকায়, এমনকী ললিতপুর জেলার চাপাগাঁও-থেচো অঞ্চলে জনতা জড়ো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে কালানকিতে বিক্ষোভকারীরা সকাল থেকেই টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে, "ছাত্রদের হত্যা করো না", "কেপি চোর, দেশ ছোড়" (কেপি শর্মা অলি একজন চোর, দেশ ছাড়ো), এবং "দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও" স্লোগান দিতে থাকে।
advertisement
ললিতপুরের সুনাকোঠিতে, আন্দোলনকারীরা গণজ্ঞাপন মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং-এর বাসভবনে পাথর ছুঁড়ে মারে, যিনি এর আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। বিক্ষোভকারীরা খুমালতারে প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল 'প্রচণ্ড'-এর বাড়িতেও ভাঙচুর চালায় এবং বুধানিলকণ্ঠে আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনের বাইরে বিক্ষোভ করে।
advertisement
advertisement
advertisement