Nahid Islam: হাসিনাকে হটিয়েছেন, ইউনূসের হাতও ছাড়লেন! বাংলাদেশের নতুন 'তারকা' নাহিদ ইসলাম! জানেন কে এই যুবক? পরিচয় শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Nahid Islam: বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম।
advertisement
advertisement
advertisement
গত বছর যখন কোটা-বিরোধী আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশ, তখন প্রাথমিকভাবে নাহিদ এতটাও পরিচিত মুখ ছিলেন না। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি সময় নাহিদকে ‘অপহরণ’ করার পর থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের নাম ছড়িয়ে পড়তে থাকে। কোটা-বিরোধী আন্দোলনের আবহেই তাঁকে দু'বার গ্রেফতার করা হয় বলে অভিযোগ ওঠে।
advertisement
অভিযোগ ওঠে গত বছর ১৯ জুলাই সাদা পোশাক পরিহিত প্রায় ২৫ জন এসে সবুজবাগের বাড়ি থেকে নাহিদকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় ঢেকে, হাতকড়া পরিয়ে তাঁর উপর অত্যাচার চালানো হয়। দু'দিন পরে পূর্বাঞ্চলের একটি ব্রিজের তলা থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। তারপর ২৬ জুলাই ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছিল।
advertisement
advertisement
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সামনের সারিতে থাকা ছাত্রনেতারাই বাংলাদেশের নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে থাকতে চলেছেন। এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনও আপত্তি ছিল না। সেই নাহিদকে নিয়েই এখন স্বপ্ন দেখছে বাংলাদেশের একটা অংশ।
advertisement
advertisement