দুদিনের জাপান সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ১৩ তম বার্ষিক ভারত-জাপান সম্মেলনে যোগদান করতে গিয়েছেন মোদি । রবিবারেই জাপানের ইয়ামানাশিতে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে সাক্ষাৎ করেন মোদি । মোদির জন্য সাড়ম্বরে এক নৈশভোজের আয়োজনও করেন আবে ।
advertisement
2/10
শিনজো আবের আতিথেয়তায় বেজায় খুশি মোদি । একটি ট্যুইটে তিনি জানিয়েছেন জাপান মন্ত্রকের এই সাদর অভ্যর্থনা পেয়ে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন । এমনকি জাপানের প্রধানমন্ত্রীর কাছ থেকে তিনি চপস্টিক দিয়ে খেতেও শিখেছেন ।
advertisement
3/10
রবিবার মোদির সম্মানে একটি প্রাইভেট ডিনারের আয়োজন করেছিলেন আবে । মোদি হলেন প্রথম এক বিদেশী প্রধানমন্ত্রী যার জন্য ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছিলেন শিনজো আবে ।
advertisement
4/10
রবিবারে জাপানের মাউন্ট ফুজিতে সাক্ষাৎ করেন দুই নেতা । এরপর ট্রেনে করে দুই নেতা ভ্রমণ করেন।
advertisement
5/10
ট্রেনে সফর করার সময়ই দুই নেতার মধ্যে কূটনৈতিক আলোচনাও হয়।
advertisement
6/10
এছাড়াও টোকিওর ইয়ামানাশিতে রোবোট ফার্ম পরিদর্শন করতেও যান মোদি।