কনে সাদা গাউন তৈরি। কিন্তু কনের সাজে ওটা কী! কনে সেজে রয়েছে একখানা কুমীর! মেক্সিকোর আজব বিয়ের কথা শুনে চমকে উঠবেন।
2/ 6
মেক্সিকোর (Mexico Mayor) সান পেদ্রো শহরের মেয়র বিয়ে করলেন একটি কুমীরকে। বিয়ের আসরে নাচগান হল। শেষে কনেকে বরের চুম্বনের মাধ্যমে সেই অনুষ্ঠান শেষও হল।
3/ 6
যে কুমীরটিকে মেয়র বিয়ে করেছন তার নাম লিটল প্রিন্সেস। এই লিটল প্রিন্সেস-এর গডমাদার এলিয়া নামের এক মহিলা। তিনিই কনেরূপী সেই কুমীরটিকে বধূর সাজে সাজিয়ে দেন।
4/ 6
আর পাঁচটা বিয়ের মতোই সম্পন্ন হয়েছে যাবতীয় রীতিনীতি। বিয়েতে আসা অতিথিরা দারুন আনন্দও করলেন সবাই মিলে।
5/ 6
এখন প্রশ্ন হল, কেন এমন আজব বিয়ে! আসলে মেক্সিকোর এই শহরে মানুষের সঙ্গে কুমীরের এই বিয়ে নতুন কিছু নয়। বহুদিন ধরেই এই রীতি চলে আসছে। প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন স্থাপনেই এমন আজব বিয়ে হয় সেখানে।
6/ 6
সান পেদ্রো শহরে কুমীরকে ধরিত্রীর অবতার বলে ধরা হয়। সারা বছর পর্যাপ্ত বৃষ্টি, ভাল চাষবাসের আশায় সেখানকার মানুষ মানুষের সঙ্গে কুমীরের বিয়ে দেন। এই প্রথা বহু পুরনো।