Mehul Choksi in Hospital: লাল চোখের আক্রান্ত শরীর প্রকাশ্যে আসার পরই হাসপাতালে ভর্তি মেহুল চোকসি!

Last Updated:
Mehul Choksi: তাঁর আইনজীবী জানালেন, এতটাই অসুস্থ হয়ে পড়েছেন মেহুল চোকসি, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
1/5
দীর্ঘ চার বছর পর সামনে এসেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জালিয়াতি মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসির (Mehul Choksi) ঝলক। আর তাতেই দেখা গিয়েছে, তাঁর চোখ লাল, ফুলে ঢোল, কালশিটে পড়ে গোটা হাত কালো হয়ে গিয়েছে। ডমিনিকার জেলে বন্দি মেহুল চোকসির এমন দুটি ছবিই এসেছে। যদিও অভিযুক্ত ওই হিরে ব্যবসায়ীর আইনজীবীদের দাবি, তাদের ৬২ বছরের মক্কেলকে জেলে মারধর করা হয়েছে। আর এবার তাঁর আইনজীবী জানালেন, এতটাই অসুস্থ হয়ে পড়েছেন মেহুল চোকসি, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দীর্ঘ চার বছর পর সামনে এসেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জালিয়াতি মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসির (Mehul Choksi) ঝলক। আর তাতেই দেখা গিয়েছে, তাঁর চোখ লাল, ফুলে ঢোল, কালশিটে পড়ে গোটা হাত কালো হয়ে গিয়েছে। ডমিনিকার জেলে বন্দি মেহুল চোকসির এমন দুটি ছবিই এসেছে। যদিও অভিযুক্ত ওই হিরে ব্যবসায়ীর আইনজীবীদের দাবি, তাদের ৬২ বছরের মক্কেলকে জেলে মারধর করা হয়েছে। আর এবার তাঁর আইনজীবী জানালেন, এতটাই অসুস্থ হয়ে পড়েছেন মেহুল চোকসি, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
2/5
তাঁর আইনজীবী এই খবর নিশ্চিত করেছেন। যদিও গতকাল কোভিড টেস্ট করা হয়েছিল মেহুল চোকসির। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। যদিও হীরে ব্যবসায়ীকে ফেরাতে অ্যান্টিগা সরকারকে চোকসির প্রত্যর্পণের যাবতীয় নথি পাঠানো হয়েছে ভারতের তরফে। জানা গিয়েছে ভারত থেকে একটি ব্যক্তিগত বিমান ডোমিনিকার ডগলাস চার্লস বিমানবন্দরে পৌঁছে গিয়েছে। সেখানে মেহুলের বিষয়ে যাবতীয় নথি রয়েছে বলে খবর।
তাঁর আইনজীবী এই খবর নিশ্চিত করেছেন। যদিও গতকাল কোভিড টেস্ট করা হয়েছিল মেহুল চোকসির। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে তাঁর। যদিও হীরে ব্যবসায়ীকে ফেরাতে অ্যান্টিগা সরকারকে চোকসির প্রত্যর্পণের যাবতীয় নথি পাঠানো হয়েছে ভারতের তরফে। জানা গিয়েছে ভারত থেকে একটি ব্যক্তিগত বিমান ডোমিনিকার ডগলাস চার্লস বিমানবন্দরে পৌঁছে গিয়েছে। সেখানে মেহুলের বিষয়ে যাবতীয় নথি রয়েছে বলে খবর।
advertisement
3/5
যদিও আদৌ চোকসিকে ভারতে প্রত্যর্পণ করা হবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানান হয়নি। ডমিনিকার কোর্ট চোকসিকে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে। ডমিনিকা থেকে সরাসরি চোকসিকে ভারতে প্রত্যর্পণের কথা বলেছিল অ্যান্টিগার প্রধানমন্ত্রীর অফিস। কিন্তু তাতে রাজি হয়নি ডমিনিকা সরকার।
যদিও আদৌ চোকসিকে ভারতে প্রত্যর্পণ করা হবে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানান হয়নি। ডমিনিকার কোর্ট চোকসিকে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলার অনুমতি দিয়েছে। ডমিনিকা থেকে সরাসরি চোকসিকে ভারতে প্রত্যর্পণের কথা বলেছিল অ্যান্টিগার প্রধানমন্ত্রীর অফিস। কিন্তু তাতে রাজি হয়নি ডমিনিকা সরকার।
advertisement
4/5
সূত্রের খবর, অ্যান্টিগা থেকে হঠাৎই গায়েব হয়ে নৌকো করে ডমিনিকা দ্বীপে গিয়েছিলেন চোকসি। সেখান থেকে কিউবা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এরপরই লুকআউট নোটিশ জারি করে অ্যান্টিগার পুলিশ। গতকাল রাতে ডমিনিকার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও খোদ অ্যান্টিগার প্রধানমন্ত্রীর দাবি, নিজের বান্ধবীকে নিয়ে সম্ভবত রোম্যান্টিক ট্রিপ-এ গিয়েছিলেন গিয়েছিলেন মেহুল!
সূত্রের খবর, অ্যান্টিগা থেকে হঠাৎই গায়েব হয়ে নৌকো করে ডমিনিকা দ্বীপে গিয়েছিলেন চোকসি। সেখান থেকে কিউবা যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। এরপরই লুকআউট নোটিশ জারি করে অ্যান্টিগার পুলিশ। গতকাল রাতে ডমিনিকার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও খোদ অ্যান্টিগার প্রধানমন্ত্রীর দাবি, নিজের বান্ধবীকে নিয়ে সম্ভবত রোম্যান্টিক ট্রিপ-এ গিয়েছিলেন গিয়েছিলেন মেহুল!
advertisement
5/5
সম্প্রতি ডমিনিকা জানায় যে মেহুল চোকসিকে গ্রেফতার করলেও তাঁকে ভারতের হাতে তুলে দেবে না। চোকসির আইনজীবী বিজয় আগরওয়ালও জানিয়েছেন, তাঁর ক্লায়েন্ট এখন আর ভারতের নাগরিক নন, তাই আইন অনুযায়ী চোকসিকে ভারতে ফিরিয়ে দেওয়া যাবে না। যদিও চোকসিকে দেশে চেষ্টার কসুর করছে না ভারত।
সম্প্রতি ডমিনিকা জানায় যে মেহুল চোকসিকে গ্রেফতার করলেও তাঁকে ভারতের হাতে তুলে দেবে না। চোকসির আইনজীবী বিজয় আগরওয়ালও জানিয়েছেন, তাঁর ক্লায়েন্ট এখন আর ভারতের নাগরিক নন, তাই আইন অনুযায়ী চোকসিকে ভারতে ফিরিয়ে দেওয়া যাবে না। যদিও চোকসিকে দেশে চেষ্টার কসুর করছে না ভারত।
advertisement
advertisement
advertisement