উচ্চতা ভাল হোক, এমনটা কে না চায়! তবে অনেক সময় কিছু মানুষের উচ্চতা তাঁদের জীবনে সব থেকে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ঠিক যেমনটা হয়েছে একাতেরিনা লিসিয়ার সঙ্গে।
2/ 5
রাশিয়ার মডেল একাতেরিনা। তিনিই এখন বিশ্বের সব থেকে লম্বা মহিলা মডেল। ৬ ফিট ৯ ইঞ্চি উচ্চতা তাঁর। আর এত বেশি উচ্চতার জন্য তাঁর পদে পদে সমস্যা।
3/ 5
৩৪ বছর বয়সী একাতেরিনার উচ্চতা তাঁর ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলেছে। তিনি এখন সঙ্গী খুঁজে পাচ্ছেন না। কারণ যে কোনও ছেলেই তাঁর থেকে অনেকটা খাটো।
4/ 5
একাতেরিনার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। তবে তিনি তাতে মোটেও খুশি নন। একাতেরিনা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তিত।
5/ 5
একাতেরিনা জানিয়েছেন, তিনি নিজের থেকে এক ফুট কম উচ্চতার ছেলের সঙ্গে ডেটিং-এ যেতে রাজি। তবে এতটা লম্বা ছেলেও তিনি খুঁজে পাচ্ছেন না। উল্লেখ্য, একটা সময় একাতেরিনা বাস্কেটবল খেলোয়াড় ছিলেন।