Real Life Mermaid: সত্যিকারের জলপরী এই মহিলা! জলে থাকার জন্য টাকাও পাচ্ছেন

Last Updated:
Real Life Mermaid : গল্পে শুনেছেন বা সিনেমায় দেখেছেন জলপরী। বাস্তবের জলপরীকে চিনে নিন।
1/6
জলপরী। এমন কিছু আবার হয় নাকি! গল্পে হয়তো পড়েছেন জলপরীর কথা। বা সিনেমায় দেখেছেন। তবে এই মহিলা বাস্তবের জলপরী।
জলপরী। এমন কিছু আবার হয় নাকি! গল্পে হয়তো পড়েছেন জলপরীর কথা। বা সিনেমায় দেখেছেন। তবে এই মহিলা বাস্তবের জলপরী।
advertisement
2/6
নাওমি ট্রট (Naomi Trott) নামের এই মহিলা জলের নিচে ৪ মিনিট পর্যন্ত থাকতে পারেন। তবে সেটা একদিনে হয়নি। দীর্ঘদিন ট্রেনিং-এর পর হয়েছে।
নাওমি ট্রট (Naomi Trott) নামের এই মহিলা জলের নিচে ৪ মিনিট পর্যন্ত থাকতে পারেন। তবে সেটা একদিনে হয়নি। দীর্ঘদিন ট্রেনিং-এর পর হয়েছে।
advertisement
3/6
ব্রিস্টলে থাকেন নওমি। পেশায় আর্কিওলজিস্ট। নেশায় মারমেড বা জলপরী। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপরী হিসেবে পারফর্ম করেন এই মহিলা।
ব্রিস্টলে থাকেন নওমি। পেশায় আর্কিওলজিস্ট। নেশায় মারমেড বা জলপরী। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপরী হিসেবে পারফর্ম করেন এই মহিলা।
advertisement
4/6
সপ্তাহের বাকি দিনগুলি চাকরি করে কাটে নওমির। তবে তিনটে দিন তিনি জলপরী হয়ে বাচ্চাদের আনন্দ দেন। ট্যাঙ্কের জলে জলপরীর সাজে তিনি অন্য জলজ প্রাণীদের সঙ্গে সাঁতার কাটেন।
সপ্তাহের বাকি দিনগুলি চাকরি করে কাটে নওমির। তবে তিনটে দিন তিনি জলপরী হয়ে বাচ্চাদের আনন্দ দেন। ট্যাঙ্কের জলে জলপরীর সাজে তিনি অন্য জলজ প্রাণীদের সঙ্গে সাঁতার কাটেন।
advertisement
5/6
২০১৯ সাল থেকে জলপরীর হিসেবে পারফর্ম করেন নওমি। সাধারণত ২০ মিনিট পারফর্ম করতে হয় প্রতি শিফটে। খেয়াল রাখতে হয়, জলে থাকা অন্য জীবরা যেন আহত না হয়!
২০১৯ সাল থেকে জলপরীর হিসেবে পারফর্ম করেন নওমি। সাধারণত ২০ মিনিট পারফর্ম করতে হয় প্রতি শিফটে। খেয়াল রাখতে হয়, জলে থাকা অন্য জীবরা যেন আহত না হয়!
advertisement
6/6
ছোট থেকেই জলে থাকতে ভালবাসতেন নওমি। তবে জলপরী হিসেবে পারফর্ম করবেন বলে কখনও ভাবেননি। বাস্তবের জলপরী হয়ে উঠতে তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে।
ছোট থেকেই জলে থাকতে ভালবাসতেন নওমি। তবে জলপরী হিসেবে পারফর্ম করবেন বলে কখনও ভাবেননি। বাস্তবের জলপরী হয়ে উঠতে তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে।
advertisement
advertisement
advertisement