Condom King Stanley Ngara: লোকে বলে 'কন্ডোম কিং', রাজার মতো সেজে কন্ডোম বিলি করেন ইনি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Condom King Stanley Ngara:: কন্ডোম কিং। সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা আপনাকে মুগ্ধ করবে।
কয়েক বছর আগে স্ট্যানলির এক খুব কাছের বন্ধু এইচআইভি-তে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তার পর থেকে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। মানুষকে বোঝান, যৌনতা নিয়ে কথা বলার মধ্যে কোনও লজ্জা নেই। তিনি বোঝান, কন্ডোম ব্যবহারের সুফল সম্পর্কে। কেউ হাসে, কেউ তাঁর এই কাজের মূল্য বোঝে। তবে তিনি সব কিছুর উর্ধ্বে উঠে মানুষকে বোঝানোর কাজ করছেন বছরের পর বছর ধরে।