বিমান সংস্থার 'চূড়ান্ত' অফার! বিকিনি গার্লদের সঙ্গে ৪০ মিনিট থাকতে হবে বিমানে

Last Updated:
Viral News: ৬ জন পর্যন্ত এই ফ্লাইটে উঠতে পারবেন। একটি বিছানা, একটি চাদর এবং একটি বিশেষ বালিশ দেওয়া হয়। কিন্তু জায়গা কম থাকায় এ সব খুব একটা আরামদায়ক নয়। (ছবি- Love Cloud Vegas-ফেসবুক পেজ)
1/7
পেয়সা ফেক, তমাশা দেখ!... এটাই দুনিয়ার খেলা। বিশ্বজুড়ে মজা এবং বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে৷ এমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরা হচ্ছে৷ লাভ ক্লাউড মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি সংস্থা। এর কাজ হল আকাশ পথে আপনার জীবনে 'রং আনা'! এই ফ্লাইটে চড়ে আপনি যা খুশি করতে পারেন।
পেয়সা ফেক, তমাশা দেখ!... এটাই দুনিয়ার খেলা। বিশ্বজুড়ে মজা এবং বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে৷ এমনই এক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরা হচ্ছে৷ লাভ ক্লাউড মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি সংস্থা। এর কাজ হল আকাশ পথে আপনার জীবনে 'রং আনা'! এই ফ্লাইটে চড়ে আপনি যা খুশি করতে পারেন।
advertisement
2/7
লাভ ক্লাউড জেট চার্টার ফ্লাইটে, আপনাকে ৪৫ মিনিটের জন্য $ 995 অর্থাত প্রায় ৮০ হাজার টাকা দিতে ব্যয় করতে হবে। এর পরে আপনি লাস ভেগাসের আকাশে ৫২৮০ ফুট উড়তে পারবেন। টেকঅফের দুই মিনিট পর সিট বেল্ট খুলে ফেলা যায়। আপনি যদি দেড় ঘণ্টার ফ্লাইটে যেতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ১৪৯৫ ডলার বা প্রায় ১২হাজার টাকা।
লাভ ক্লাউড জেট চার্টার ফ্লাইটে, আপনাকে ৪৫ মিনিটের জন্য $ 995 অর্থাত প্রায় ৮০ হাজার টাকা দিতে ব্যয় করতে হবে। এর পরে আপনি লাস ভেগাসের আকাশে ৫২৮০ ফুট উড়তে পারবেন। টেকঅফের দুই মিনিট পর সিট বেল্ট খুলে ফেলা যায়। আপনি যদি দেড় ঘণ্টার ফ্লাইটে যেতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে ১৪৯৫ ডলার বা প্রায় ১২হাজার টাকা।
advertisement
3/7
আমেরিকান সংবাদপত্র নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, এই বিমানে একসঙ্গে ৬ জন চড়তে পারবেন। একটি বিছানা, একটি চাদর এবং একটি বিশেষ বালিশ দেওয়া হয়। কিন্তু জায়গা কম থাকায় এ সব খুব একটা আরামদায়ক নয়। এই সব জিনিস সবে কেবিনের মাপ অনুযায়ী৷
আমেরিকান সংবাদপত্র নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, এই বিমানে একসঙ্গে ৬ জন চড়তে পারবেন। একটি বিছানা, একটি চাদর এবং একটি বিশেষ বালিশ দেওয়া হয়। কিন্তু জায়গা কম থাকায় এ সব খুব একটা আরামদায়ক নয়। এই সব জিনিস সবে কেবিনের মাপ অনুযায়ী৷
advertisement
4/7
পাইলট ব্লেকের মতে, এখানে সব ধরনের মানুষ আসেন। বৃদ্ধ দম্পতি থেকে নবদম্পতি। তারা দু’জন যাত্রীকে নিয়ে উড়েছিলেন যারা একে অপরের সঙ্গে প্রতারণা করেন৷ তাই সেখানেই স্বাক্ষর করে তারা একে অপরকে বিদায় জানান৷
পাইলট ব্লেকের মতে, এখানে সব ধরনের মানুষ আসেন। বৃদ্ধ দম্পতি থেকে নবদম্পতি। তারা দু’জন যাত্রীকে নিয়ে উড়েছিলেন যারা একে অপরের সঙ্গে প্রতারণা করেন৷ তাই সেখানেই স্বাক্ষর করে তারা একে অপরকে বিদায় জানান৷
advertisement
5/7
ফ্লাইটে যাওয়ার সময় দম্পতিকে সম্পূর্ণ গোপনীয়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। তাই পাইলটকে ককপিটেও হেডফোন পরতে বলা হয়।
ফ্লাইটে যাওয়ার সময় দম্পতিকে সম্পূর্ণ গোপনীয়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। তাই পাইলটকে ককপিটেও হেডফোন পরতে বলা হয়।
advertisement
6/7
আপনি একবার অবতরণ করলে আপনি ক্লাবে যোগদান করেছেন তা প্রমাণ করার জন্য আপনি একটি মাইল হাই ক্লাব সার্টিফিকেট পাবেন। অর্থাৎ সবকিছুই খুব রোমাঞ্চকর হতে চলেছে।
আপনি একবার অবতরণ করলে আপনি ক্লাবে যোগদান করেছেন তা প্রমাণ করার জন্য আপনি একটি মাইল হাই ক্লাব সার্টিফিকেট পাবেন। অর্থাৎ সবকিছুই খুব রোমাঞ্চকর হতে চলেছে।
advertisement
7/7
প্রায় সাত বছর আগে লাভ ক্লাউড রোমান্টিক ডিনারে অফার করা হত। অ্যাডভেঞ্চার ফ্লাইটে অনেককে নিয়ে যাওয়ার ব্যবস্থাও ছিল। কিন্তু এতে খুব বেশি আয় বা লাভ না হওয়ায়,ব্যবসার মডেল পরিবর্তন করে সংস্থা।
প্রায় সাত বছর আগে লাভ ক্লাউড রোমান্টিক ডিনারে অফার করা হত। অ্যাডভেঞ্চার ফ্লাইটে অনেককে নিয়ে যাওয়ার ব্যবস্থাও ছিল। কিন্তু এতে খুব বেশি আয় বা লাভ না হওয়ায়,ব্যবসার মডেল পরিবর্তন করে সংস্থা।
advertisement
advertisement
advertisement