Letter: এক সাধারণ মানুষের লেখা চিঠি বিক্রি হল সাড়ে ৩ কোটি টাকায়! কেন? কী এমন আছে ওই চিঠিতে? শুনে কিন্তু চমকে উঠবেন

Last Updated:
Letter: বহু বছর আগে আটলান্টিকের বুকে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ। আর সেই জাহাজের এক যাত্রীর চিঠি নিলামে ৩ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।
1/6
বিখ্যাত কারও লেখা চিঠি হলে কথা ছিল। কিন্তু এক সাধারণ মানুষের লেখা চিঠি বিক্রি হল ৩ কোটি ৪০ লক্ষ টাকায়। পিছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। কী সেই ইতিহাস, জানুন এই প্রতিবেদন থেকে।
বিখ্যাত কারও লেখা চিঠি হলে কথা ছিল। কিন্তু এক সাধারণ মানুষের লেখা চিঠি বিক্রি হল ৩ কোটি ৪০ লক্ষ টাকায়। পিছনে রয়েছে এক মর্মান্তিক ইতিহাস। কী সেই ইতিহাস, জানুন এই প্রতিবেদন থেকে।
advertisement
2/6
বহু বছর আগে আটলান্টিকের বুকে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ। আর সেই জাহাজের এক যাত্রীর চিঠি নিলামে ৩ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার কয়েক দিন আগে তিনি ওই চিঠি লিখেছিলেন। কর্নেল আর্চিবল্ড গ্রেসির লেখা এF চিঠি রবিবার উইল্টশায়ারের একটি নিলাম হাউসে বিক্রি হয়েছে।
বহু বছর আগে আটলান্টিকের বুকে ডুবে গিয়েছিল টাইটানিক জাহাজ। আর সেই জাহাজের এক যাত্রীর চিঠি নিলামে ৩ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। জাহাজটি ডুবে যাওয়ার কয়েক দিন আগে তিনি ওই চিঠি লিখেছিলেন। কর্নেল আর্চিবল্ড গ্রেসির লেখা এF চিঠি রবিবার উইল্টশায়ারের একটি নিলাম হাউসে বিক্রি হয়েছে।
advertisement
3/6
যিনি চিঠিটি কিনেছেন, তাঁর নাম প্রকাশ করা হয়নি। চিঠিটি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। ধারণার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি দামে সেটি বিক্রি হয়েছে। চিঠিটি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হয়, সেই চিঠিতে ভবিষ্যতের কথা লেখা আছে। চিঠিতে কর্নেল গ্রেসি তাঁর পরিচিত একজনকে টাইটানিক জাহাজ সম্পর্কে নিজে মতামত তুলে ধরার পর লেখেন, তিনি যাত্রা শেষ হওয়ার অপেক্ষায় আছেন।
যিনি চিঠিটি কিনেছেন, তাঁর নাম প্রকাশ করা হয়নি। চিঠিটি ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে বলে ধারণা করা হয়েছিল। ধারণার চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি দামে সেটি বিক্রি হয়েছে। চিঠিটি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলা হয়, সেই চিঠিতে ভবিষ্যতের কথা লেখা আছে। চিঠিতে কর্নেল গ্রেসি তাঁর পরিচিত একজনকে টাইটানিক জাহাজ সম্পর্কে নিজে মতামত তুলে ধরার পর লেখেন, তিনি যাত্রা শেষ হওয়ার অপেক্ষায় আছেন।
advertisement
4/6
চিঠিতে তারিখ লেখা হয়েছে ১৯১২ সালের ১০ এপ্রিল। ওই দিন কর্নেল গ্রেসি সাউদাম্পটন থেকে টাইটানিক জাহাজে উঠেছিলেন। এর পাঁচ দিন পর ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে ২ হাজার ২০০ যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ নিউইয়র্কে যাত্রা শুরু করেছিল। মাঝপথে বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে সেটি ডুবে যায়, মারা যান দেড় হাজারের বেশি যাত্রী।
চিঠিতে তারিখ লেখা হয়েছে ১৯১২ সালের ১০ এপ্রিল। ওই দিন কর্নেল গ্রেসি সাউদাম্পটন থেকে টাইটানিক জাহাজে উঠেছিলেন। এর পাঁচ দিন পর ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে ২ হাজার ২০০ যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ নিউইয়র্কে যাত্রা শুরু করেছিল। মাঝপথে বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে সেটি ডুবে যায়, মারা যান দেড় হাজারের বেশি যাত্রী।
advertisement
5/6
জাহাজে প্রথম শ্রেণির যাত্রী ছিলেন কর্নেল গ্রেসি, সি৫১ কেবিনে বসে তিনি ওই চিঠি লিখেছিলেন। ১৯১২ সালের ১১ এপ্রিল জাহাজটি যখন আয়ারল্যান্ডের কুইন্সটাউনে ভেড়ে, তখন চিঠিটি পোস্ট করা হয়। সেটির পোস্ট মার্কে তারিখও দেওয়া আছে ১২ এপ্রিল, লন্ডন। চিঠিটি নিলাম করার সময় নিলাম পরিচালনাকারী সেটির বর্ণনা করতে গিয়ে বলেছেন, টাইটানিক জাহাজে বসে লেখা চিঠির মধ্যে এটিই সবচেয়ে তথ্যসমৃদ্ধ।
জাহাজে প্রথম শ্রেণির যাত্রী ছিলেন কর্নেল গ্রেসি, সি৫১ কেবিনে বসে তিনি ওই চিঠি লিখেছিলেন। ১৯১২ সালের ১১ এপ্রিল জাহাজটি যখন আয়ারল্যান্ডের কুইন্সটাউনে ভেড়ে, তখন চিঠিটি পোস্ট করা হয়। সেটির পোস্ট মার্কে তারিখও দেওয়া আছে ১২ এপ্রিল, লন্ডন। চিঠিটি নিলাম করার সময় নিলাম পরিচালনাকারী সেটির বর্ণনা করতে গিয়ে বলেছেন, টাইটানিক জাহাজে বসে লেখা চিঠির মধ্যে এটিই সবচেয়ে তথ্যসমৃদ্ধ।
advertisement
6/6
ডুবে যাওয়া টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের একজন কর্নেল গ্রেসি। পরে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বই লিখেছেন, নাম ‘দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক’।
ডুবে যাওয়া টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রীদের একজন কর্নেল গ্রেসি। পরে নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি একটি বই লিখেছেন, নাম ‘দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক’।
advertisement
advertisement
advertisement