পৃথিবীর সবথেকে দামি কাপড়ের নাম হল ভিকুনা। এই ভিকুনা ফ্যাব্রিক বহু শতাব্দী ধরে রাজকীয় এবং ধনীদের পোশাকের অন্তর্ভুক্ত। তবে শুধুমাত্র প্রাচীনকালেই নয়, বর্তমান সময়েও এই পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। শীতকালে গরম পোশাক থেকে নর্মান জামা-কাপড় মধ্যে সর্বাপেক্ষা বেশি আরামদায়ক পোশাকের মধ্যে অন্যতম ভিকুনা।