ক'টি বাড়ি,ক'টি গাড়ি, কত বেতন , কী কী সুবিধা পান মার্কিন প্রেসিডেন্টরা দেখে নিন একনজরে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
বেতন থেকে বাড়ি, গাড়ি সবই অসংখ্য, জানলে চমকে যাবেন৷
advertisement
আমেরিকার প্রেসিডেন্ট বার্ষিক ৪ ল৭ ডলার বেতন পান। এছাড়া রয়েছে !৯ হাজার ডলারের বিনোদন ভাতা, অন্যান্য খরচ বাবদ ৫০ হাজার ডলার, ভ্রমণ ভাতা ১ লক্ষ ডলার৷ বেতনের ওপর কর দিতে হলেও বাকি বরাদ্দতে কোনও কর দিতে হয় না৷ অবসরের পর মার্কিন প্রেসিডেন্ট বছরে ২ লক্ষ ডলার পেনশন পান, তার মৃত্যুর পর স্ত্রী বার্ষিক ১ লক্ষ ডলার পান ৷ Photo-AP
advertisement
প্রেসিডেন্টের গাড়ির নাম গোটা দুনিয়া জানে৷ তা হল দ্য বিস্ট৷ এই লিমুজিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কোনও রকম সন্দেহের অবকাশ নেই৷ এতে রয়েছে পাঁচ স্তরীয় কাঁচ, পলিকার্বনেটের জানলা৷ এই গাড়িকে গুলি থেকে রাসয়নিক অস্ত্র কোনও কিছুই কাবু করতে পারে না৷ গাড়ির ভিতর আলাদা করে অক্সিজেন জোগানের ব্যবস্থা রয়েছে , রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা৷ Photo-AP
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মার্কিন বিমান পরিষেবা -র সেরা বিমান এয়ারফোর্স ওয়ান পান আমেরিকার প্রেসিডেন্ট৷ বিমানটি ইলেক্ট্রো ম্যাগনেটিক পালস থেকে সুরক্ষিত৷ বিমানটি মোবাইল কম্যান্ড হিসেবে ব্যবহার করা যায়৷ মাধ আকাশ থেকে জ্বালানি ভরে নিতে পারে এই বিমান৷ পাশাপাশি এই বিমান থেকে পুরো এলাকার ওপর নজর রাখা যায়, চালানো যায় প্রশাসনিক কাজ৷ Photo-AP