Vijay Mallay Son and Daughter: সিদ্ধার্থ ছাড়াও ৩ মেয়ে রয়েছে বিজয় মালিয়ার, যাদের নামে রয়েছে কোটি কোটি টাকা!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বিজয় মালিয়ার ৩ কন্যা ও ১ পুত্র রয়েছে৷
বিজয় মালিয়ার প্রথম বিয়ে হয়েছিল সামিরা তৈয়বজির সঙ্গে। এয়ার ইন্ডিয়ার এয়ারহোস্টেস ছিলেন সামিরা। আমেরিকা যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে সমীরার সঙ্গে দেখা হয় মালিয়ার। দুজনের ঘনিষ্ঠতা, তারপর ১৯৮৬-এ সালে বিয়ে হয় তাঁদের। বিজয় ও সমিরার ছেলেই হলেন সিদ্ধার্থ। মালিয়া ও সমীরার এই বিয়ে বেশিদিন টেকেনি। এক বছর পর ডিভোর্স হয় তাদের।
advertisement
সমীরার সাথে বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর বিজয় মালিয়া বেঙ্গালুরুতে তার স্কুলের বন্ধু রেখার সাথে দেখা করেন। মালিয়া রেখাকে বিয়ে করতে চেয়েছিলেন কিন্তু বাবা রাজি হননি। বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর রেখা দুটি বিয়ে করেন। রেখার দ্বিতীয় বিয়ে হয়েছিল শহীদ মেহমুদের সাথে৷ তাদের সন্তান লায়লা। পরে রেখা বিজয় মালিয়াকে বিয়ে করলে তিনি লায়লাকে দত্তক নেন। বিবাহবিচ্ছেদের আগে, বিজয় মালিয়া এবং রেখার দুটি কন্যা ছিল - লীনা এবং তানিয়া।
advertisement
advertisement
advertisement
লীনা মালিয়া বিজয় মালিয়ার দ্বিতীয় কন্যা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, লীনা একজন ব্যবসায়ী। তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে। তিনি সান ফ্রান্সিসকোতে থাকেন। অভিযোগ রয়েছে, বিজয় মালিয়ার সম্পত্তির কিছু অংশ লীনার নামেও রয়েছে। বাহামাসের নিবন্ধিত বালাজি ট্রাস্টেও লীনার নাম রয়েছে। এই বছরের ফেব্রুয়ারিতে যখন লন্ডনে মালিয়ার ৩০বেডরুমের বাড়িটি সুইস ব্যাঙ্ক ইউবিএস দখল করে, তখন লন্ডন হাইকোর্ট বাহামাসের একই ট্রাস্ট থেকে অর্থ প্রদানের অনুমোদন দিয়েছিল।
advertisement
বিজয় মালিয়া তার দ্বিতীয় স্ত্রী রেখার দ্বিতীয় স্বামী শাহিদ মেহমুদের কন্যা লায়লাকে দত্তক নেন। লায়লা লাইফস্টাইল অ্যাকসেসরিজের ব্যবসা করেন। তার ব্যবসা ছড়িয়ে পড়েছে ইউরোপ ও আমেরিকায়। ইন্দোনেশিয়ার বালি দ্বীপে লায়লা তার পারিবারিক বন্ধু সমর সিংকে বিয়ে করেছিলেন। প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদির সঙ্গে কাজ করতেন লায়লা। যদিও পরে তিনি ললিত মোদির সঙ্গে কোনও সম্পর্ক থাকার কথা অস্বীকার করেন।
advertisement
প্রায় ৯০০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় পলাতক ঘোষণা করা বিজয় মাল্যকে সম্প্রতি সুপ্রিম কোর্ট আদালত অবমাননার দায়ে চার মাসের কারাদণ্ড দিয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে বিজয় মাল্য তার তিন সন্তানের নামে যে ৪০ মিলিয়ন ডলার স্থানান্তর করেছে তার ৮ শতাংশ সুদে ফেরত দিতে হবে। মালিয়া তার ছেলে সিদ্ধার্থ এবং কন্যা লীনা এবং তানিয়াকে প্রায় ৪কোটি ডলার দিয়েছিলেন।