ISIS Link in Kabul Airport Blast: আত্মঘাতী বিস্ফোরণের পরই এলোপাথাড়ি গুলি, কাবুল বিমানবন্দরে ISIS-এর 'কমপ্লেক্স অ্যাটাক'?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সাধারণত এই কৌশলে হামলা চালিয়ে থাকে আইসিস অর্থাৎ ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী (ISIS Link in Kabul Airport Blast)।
advertisement
advertisement
advertisement
আমেরিকার দাবি, আফগানিস্তানে আইএসের 'খোরাসান' শাখা সংগঠন এই হামলা চালিয়ে থাকতে পারে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি ট্যুইট করে কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের খবর স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, 'আমরা নিশ্চিত করছি, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ হয়েছে। এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কতজনের মৃত্যু হয়েছে। আমাদের কাছে যখনই নিশ্চিত খবর আসবে, তখনই আমরা তা জানাব।'
advertisement
advertisement
সামরিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, কাবুল বিমানবন্দরেও ঠিক তাই ঘটেছে। আফগানিস্তান ছাড়তে চেয়ে বিমানবন্দরের অ্যাবি গেটের বাইরে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। ওই এলাকা তখনও আমেরিকার সেনার দখলেই ছিল। সেখানেই হয় প্রথম আত্মঘাতী বিস্ফোরণ। গেটের বাইরে দাঁড়িয়ে থাকা জনতা পালাতে আরম্ভ করতেই তাঁদের উপর নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল, এমনটাই দাবি এক প্রত্যক্ষদর্শীর।