হোম » ছবি » বিদেশ » Spanish Flu: একশো বছর আগের মহামারী! সেবার ভারতীয়দের মৃত্যুর হার ছিল বেশি
Spanish Flu: একশো বছর আগের মহামারী! সেবার ভারতীয়দের মৃত্যুর হার ছিল বেশি
Bangla Digital Desk
1/ 5
একশো বছর আগের মহামারী। স্প্যানিশ ফ্লু। গোটা বিশ্ব বদলে গিয়েছিল সেই মহামারীর পর। ১০৪ বছর আগের সেই মহামারীর বিরুদ্ধে একজোট হয়ে লড়েছিল গোটা বিশ্ব।
2/ 5
করোনা মহামারীতে জেরবার ভারত। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল অবস্থা ভারতের। সেবারও স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে সব থেকে বেশি সংখ্যায় মারা গিয়েছিলেন ভারতীয়রাই।
3/ 5
১০৪ বছর আগের মহামারীতে সারা বিশ্বে প্রাণ হারিয়েছিলেন ৫ কোটির বেশি মানুষ। শুধুমাত্র ভারতেই ২ কোটির কাছাকাছি মানুষ মারা গিয়েছিলেন। ভারতে বোম্বে ফ্লু নামে ছড়িয়েছিল সেই মহামারী।
4/ 5
১৯১৮-১৯ সালের শুরু হওয়া স্প্যানিস ফ্লু-এর প্রকোপ চলেছিল দুবছর। ১৯১৮ সালের শেষ তিন মাস প্রাণঘাতী হয়েছিল স্প্যানিশ ফ্লু। প্রাণ হারানো মানুষদের ৮০ শতাংশ ওই তিন মাসে আক্রান্ত হয়েছিলেন।
5/ 5
১৯১৮ সালে বিশ্বের জনসংখ্যা ছিল ১৮০ কোটি। বিশ্বের প্রতি তিনজনের মধ্যে একজন স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন সেবার। অ্যাসপিরিন ও কুইনাইনের সাহায্যে সেই মহামারীর মোকাবিলা করেছিলেন চিকিত্সকরা। তখন না ছিল ভ্যাকসিন, না ছিল ভেন্টিলেটর।