Medical Bill: ছেলেমেয়ের সঙ্গে দেখা করতে গিয়ে এই কাণ্ড! শেষে হাসপাতালের বিল ৮২,০০০,০০ লক্ষ টাকা, কানাডায় ভয়ানক বিপদে ভারতীয় বৃদ্ধা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কানাডার সুপার ভিসায় ৬ মাসের জন্য ছেলে মেয়ের কাছে থাকতে গিয়েছিলেন ৮৮ বছরের ভারতীয় এক মহিলা৷ আনন্দেই ছিলেন৷ কত্তদিন পরে দেখা ছেলে-বউ নাতি নাতনিদের সঙ্গে৷ চোখের পলকেই যেন কাটতে থাকে দিন৷ কিন্তু, তখনও কি জানতেন তাঁর জন্যে তো বটেই তাঁর পরিবারের জন্যেও কী পরিমাণ ভোগান্তি অপেক্ষা করছে৷
advertisement
advertisement
ভারতের অ্যালিস জন ভারত থেকে সুদূর কানাডায় ব্রাম্পটন এবং হ্যামিলটনে তাঁর সন্তানদের কাছে গিয়েছিলেন৷ সিটিভি নিউজের খবর অনুযায়ী, জন ২০২৪ সালের জানুয়ারিতে সে দেশে যান এবং যাওয়ার পর পরই কাশি, শ্বাসকষ্ট এবং জ্বরের মতো লক্ষণ দেখা দিতে শুরু করে তাঁর। তাঁর ছেলে জোসেফ ক্রিস্টি জানান, তাঁর মা হ্যামিল্টনে তাঁর বোনের সাথে দেখা করতে যাওয়ার সময় তাঁর অবস্থা আরও খারাপ হয়। তাঁকে হ্যামিল্টন জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর হাইপোক্সিক রেসপিরেটরি ফেইলিওরের চিকিৎসা শুরু হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
সিটিভি নিউজ যখন ম্যানুলাইফের সাথে যোগাযোগ করে, তখন বিমা কোম্পানি মামলাটি পর্যালোচনা করে। পরে এক বিবৃতিতে বিমা সংস্থার মুখপাত্র বলেন, "কখনও কখনও, এমন পরিস্থিতি দেখা দেয় যেখানে মেডিকেল ফাইলের ব্যাখ্যা চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং পরিস্থিতি বিবেচনা করে দাবির অর্থ প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি।" তাই প্রাথমিক ভাবে হাসপাতালে সাড়ে ৮২ লক্ষ টাকা বিল দিলেও পরে বিমা সংস্থার কাছ থেকে সেই বিলের অর্থ পেয়ে যান জনের ছেলেমেয়েরা৷