Pahalgam Terror Attack: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় ঘুম ছুটেছে পাকিস্তানের! পাক অধিকৃত কাশ্মীরে সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল

Last Updated:
ভয় কাঁপছে পাকিস্তান। কিছুদিন আগেই যুদ্ধ পরিস্থিতির জন্য আগাম খাবার মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) এর বাসিন্দাদের। এবারে সেখানে প্রতিটি প্রশাসনিক বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে খবর।
1/6
২০২৩-২৪ সালে, ভারতের রফতানি ছিল ৯৩০৩ কোটি টাকার, এবং আমদানি ছিল ২৪,৩৫৮ কোটি টাকার। ভারত মূলত ফল এবং বাদাম (৬৭ লাখ টাকার), নির্দিষ্ট তেল বীজ এবং ঔষধি গাছ (২ কোটির) এবং জৈব রাসায়নিক আমদানি করেছে ২০২৪-২৫ সালের এপ্রিল-জানুয়ারি সময়কালে। রয়টার্স৷
ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে আর সেই আবহেই পাকিস্তানের উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে নয়াদিল্লি।
advertisement
2/6
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শকরগড় তহসিল রাজস্থান সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ এলাকা পাক অধিকৃত কাশ্মীরের (POK) বালটিস্তান অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ গ্রাম। ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর নুব্রা উপত্যকার তুর্তুক গ্রাম। শিমলা চুক্তির পর, ভারত শুভেচ্ছার নিদর্শন হিসেবে সমস্ত জমি পাকিস্তানকে ফিরিয়ে দেয়।
আর এতেই ভয় কাঁপছে পাকিস্তান। কিছুদিন আগেই যুদ্ধ পরিস্থিতির জন্য আগাম খাবার মজুত করে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল পাক অধিকৃত কাশ্মীর (পিওকে) এর বাসিন্দাদের। এবারে সেখানে প্রতিটি প্রশাসনিক বিভাগকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে খবর।
advertisement
3/6
অবাক করার বিষয় হল, পাকিস্তানি সেনাবাহিনী গ্রামবাসীদের কব্জায় করেছে। গোয়েন্দা প্রতিবেদনে জানা যাচ্ছে, এমন অনেক গ্রাম রয়েছে যেখানে মানুষ নিরাপদ এলাকার সন্ধানে তাদের গ্রাম ছেড়ে যেতে চায়। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী তাদের যেতে দিচ্ছে না। অনেক গ্রামে যেখানে পাহাড়ের উপর বিচ্ছিন্ন বাড়িঘর রয়েছে, মানুষ এখনও চলে যাওয়ার কথা ভাবতে পারে। পাকিস্তানি সেনাবাহিনী এই গ্রামগুলির মাঝখানে তাদের নতুন মর্টার অবস্থান প্রস্তুত করতে ব্যস্ত। এছাড়াও, অনেক নতুন বাঙ্কার প্রস্তুত করার কাজও করা হচ্ছে। সাধারণ গ্রামবাসীদের জন্যও কোনও বাঙ্কার নেই।
উত্তপ্ত পরিস্থিতির কথা মাথায় রেখে পাক অধিকৃত কাশ্মীরের প্রতিটি প্রশাসনিক বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।শুক্রবার পিওকে-এর মুখ্য সচিব খুশাল খান প্রতিটি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।
advertisement
4/6
এতে পাকিস্তানের ভয় আরও বেড়ে গেছে। পহেলগামের ঘটনার পর পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা সহ অনেক এলাকায় হাই অ্যালার্ট  জারি করেছে। Photo- File
সংবাদমাধ্যম সূত্রে খবর, এই বৈঠক থেকে জানা গিয়েছে, প্রতিটি দফতরকে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে প্রতিটি দফতরের কর্মীদের। এছাড়াও প্রত্যেককে যে কোনও সময়ে অবিলম্বে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
advertisement
5/6
পাক সেনাবাহিনী এর আগেও এমন কাজ করেছে। চার বছর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। তার আগে, ছোট অস্ত্র নয়, প্রতিদিন বড় অস্ত্র দিয়ে গুলি চালানো হত। যার মধ্যে ছিল কামান বন্দুক। ভারতীয় সেনাবাহিনী এমনভাবে জবাব দেয় যে পাকিস্তান গ্রামের মাঝখানে তাদের বন্দুকের ঘাঁটি এবং মর্টার অবস্থান স্থাপন করতে বাধ্য হয়।
ইতিমধ্যেই নীলম উপত্যকা সহ ভারত-পাক নিয়ন্ত্রণরেখার পার্শ্ববর্তী অঞ্চলে পর্যটকদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।
advertisement
6/6
পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ এবং চাকোটিতে স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং তাঁদের দ্রুত সরে যেতে বলা হয়েছে, কারণ জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। PoK-এর নদীর তীরবর্তী গ্রাম ডুমেলের একজন বাসিন্দা, মহম্মদ আসিফ বলেছেন, "কোনও সতর্কতা ছিল না। জল হঠাৎ এসে পড়ল এবং আমরা এখন নিজেদের এবং বাড়িঘর বাঁচাতে সংগ্রাম করছি।"
স্বাস্থ্য দফতরকেও নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী মজুত করে রাখতে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স-সহ জরুরি পরিষেবাও কার্যকরী ভাবে রাখতে বলা হয়েছে।
advertisement
advertisement
advertisement