India Pakistan USA: কার কথায় এত উড়ছে পাকিস্তান! আমেরিকার মাটিতে বসে পরমাণু হামলার হুমকি, ভয় দেখাচ্ছে ঠিক কাকে

Last Updated:
India Pakistan USA: "অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেব"; মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাক সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক হুমকি স্বাধীনতা দিবসের প্রাক্কালে
1/14
কলকাতা: ভারত এবং পাকিস্তান, উভয় দেশেরই স্বাধীনতা দিবস আসন্ন। আর সেই আবহেই এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির খোলাখুলিভাবে আমেরিকার মাটি থেকে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার হুমকি দিয়েছেন। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের কার্যত সামরিক শাসক হুমকি দিয়েছেন যে, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে তাঁর দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়, তাহলে অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেবেন। Photo- File 
কলকাতা: ভারত এবং পাকিস্তান, উভয় দেশেরই স্বাধীনতা দিবস আসন্ন। আর সেই আবহেই এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির খোলাখুলিভাবে আমেরিকার মাটি থেকে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার হুমকি দিয়েছেন। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের কার্যত সামরিক শাসক হুমকি দিয়েছেন যে, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে তাঁর দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়, তাহলে অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেবেন। Photo- File
advertisement
2/14
 "আমরা একটি পারমাণবিক শক্তিধর জাতি। যদি আমরা মনে করি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে আমরা আমাদের সঙ্গে সঙ্গে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব", রিপোর্ট অনুসারে তিনি বলেন।
"আমরা একটি পারমাণবিক শক্তিধর জাতি। যদি আমরা মনে করি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে আমরা আমাদের সঙ্গে সঙ্গে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব", রিপোর্ট অনুসারে তিনি বলেন।
advertisement
3/14
এই মন্তব্যগুলি ছিল মার্কিন মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে প্রথম পারমাণবিক হুমকি। টাম্পার সম্মানসূচক কনসাল হিসেবে দায়িত্ব পালনকারী ব্যবসায়ী আদনান আসাদের দ্বারা আয়োজিত এক নৈশভোজের সময় এই মন্তব্যগুলি করা হয়েছিল বলে জানা গিয়েছে।
এই মন্তব্যগুলি ছিল মার্কিন মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে প্রথম পারমাণবিক হুমকি। টাম্পার সম্মানসূচক কনসাল হিসেবে দায়িত্ব পালনকারী ব্যবসায়ী আদনান আসাদের দ্বারা আয়োজিত এক নৈশভোজের সময় এই মন্তব্যগুলি করা হয়েছিল বলে জানা গিয়েছে।
advertisement
4/14
সিন্ধু জল চুক্তি সম্পর্কে মন্তব্যপাকিস্তানের ফিল্ড মার্শাল সিন্ধু নদীর জলপ্রবাহে ভারত কোনও অবকাঠামোগত বাধা তৈরি করলে তা ধ্বংস করার হুমকিও দিয়েছেন, কেন না তা পাকিস্তানে জলপ্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি বলেছেন যে তাঁর দেশে ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। মুনির দাবি করেছেন যে এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার নয়াদিল্লির সিদ্ধান্ত ২৫ কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলতে পারে।
সিন্ধু জল চুক্তি সম্পর্কে মন্তব্যপাকিস্তানের ফিল্ড মার্শাল সিন্ধু নদীর জলপ্রবাহে ভারত কোনও অবকাঠামোগত বাধা তৈরি করলে তা ধ্বংস করার হুমকিও দিয়েছেন, কেন না তা পাকিস্তানে জলপ্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি বলেছেন যে তাঁর দেশে ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। মুনির দাবি করেছেন যে এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার নয়াদিল্লির সিদ্ধান্ত ২৫ কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলতে পারে।
advertisement
5/14
 "আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব এবং যখন তারা তা করবে, আমরা ১০টি মিসাইল দিয়ে এটি ধ্বংস করব... সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনও অভাব নেই, আল্লাহর জয় হোক," মুনির এই উক্তি করেন বলে জানা গিয়ছে।
"আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব এবং যখন তারা তা করবে, আমরা ১০টি মিসাইল দিয়ে এটি ধ্বংস করব... সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনও অভাব নেই, আল্লাহর জয় হোক," মুনির এই উক্তি করেন বলে জানা গিয়ছে।
advertisement
6/14
দুই মাসের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান দ্বিতীয়বারের মতো আমেরিকা সফরে এসেছেন। তাঁর শেষ সফরে, ১৮ জুন, ২০২৫ তারিখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সফরের সময় তিনি মার্কিন রাষ্ট্রপতির শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার উদ্যোগে নোবেল পুরষ্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছিলেন, এই প্রস্তাবটি তিনি ফ্লোরিডার অনুষ্ঠানেও ফের তোলেন।
দুই মাসের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান দ্বিতীয়বারের মতো আমেরিকা সফরে এসেছেন। তাঁর শেষ সফরে, ১৮ জুন, ২০২৫ তারিখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সফরের সময় তিনি মার্কিন রাষ্ট্রপতির শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার উদ্যোগে নোবেল পুরষ্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছিলেন, এই প্রস্তাবটি তিনি ফ্লোরিডার অনুষ্ঠানেও ফের তোলেন।
advertisement
7/14
প্রতিবেদন অনুসারে, ফ্লোরিডা-ভিত্তিক আনুমানিক ১২০ জন পাকিস্তানি বংশোদ্ভূত সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে অংশগ্রহণকারীদের সেলফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস বহন করার অনুমতি ছিল না। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
প্রতিবেদন অনুসারে, ফ্লোরিডা-ভিত্তিক আনুমানিক ১২০ জন পাকিস্তানি বংশোদ্ভূত সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে অংশগ্রহণকারীদের সেলফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইস বহন করার অনুমতি ছিল না। ইজরায়েল প্রতিরক্ষা বাহিনীর একজন প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
8/14
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতঅনুষ্ঠান চলাকালীন মুনির তাঁর বক্তৃতার একটি উল্লেখযোগ্য অংশ ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রতি খরচ করেছেন বলে জানা গিয়েছে এবং চার দিনের যুদ্ধে তাঁদের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ না দেওয়া নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতঅনুষ্ঠান চলাকালীন মুনির তাঁর বক্তৃতার একটি উল্লেখযোগ্য অংশ ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রতি খরচ করেছেন বলে জানা গিয়েছে এবং চার দিনের যুদ্ধে তাঁদের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ না দেওয়া নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে।
advertisement
9/14
 "ভারতীয়দের তাদের পরাজয় মেনে নেওয়া উচিত", তিনি বলেন, যতক্ষণ ভারতও একই রকম কাজ করবে, ততক্ষণ ইসলামাবাদও তাদের ক্ষতি জনসমক্ষে প্রকাশ করে যাবে বলে দাবি করেন তিনি।
"ভারতীয়দের তাদের পরাজয় মেনে নেওয়া উচিত", তিনি বলেন, যতক্ষণ ভারতও একই রকম কাজ করবে, ততক্ষণ ইসলামাবাদও তাদের ক্ষতি জনসমক্ষে প্রকাশ করে যাবে বলে দাবি করেন তিনি।
advertisement
10/14
পূর্ব-প্রস্তুত এক নোট থেকে তিনি পাঠ করেন,
পূর্ব-প্রস্তুত এক নোট থেকে তিনি পাঠ করেন, "এক ট্যুইট করেছিলাম, সূরা ফিল এবং (শিল্পপতি) মুকেশ আম্বানির একটি ছবি দিয়ে, যাতে তারা পরবর্তী সময়ে আমরা কী করব তা দেখতে পায়।" সূরা আল-ফিল, যা দ্য এলিফ্যান্ট নামেও পরিচিত, তা কুরানের ১০৫তম সূরা, যেখানে বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ কীভাবে শত্রুর যুদ্ধহাতির উপর পাথর ছুঁড়তে পাখিদের পাঠিয়েছিলেন এবং বিপক্ষকে শুকনো খড়ের মতো বিধ্বস্ত করে তুলেছিলেন।
advertisement
11/14
 "আমরা ভারতের পূর্ব থেকে শুরু করব, যেখানে তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছে, এবং তারপর পশ্চিম দিকে অগ্রসর হব," দ্য প্রিন্ট মুনিরের উদ্ধৃতি তুলে ধরে এ কথা জানিয়েছে।
"আমরা ভারতের পূর্ব থেকে শুরু করব, যেখানে তারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছে, এবং তারপর পশ্চিম দিকে অগ্রসর হব," দ্য প্রিন্ট মুনিরের উদ্ধৃতি তুলে ধরে এ কথা জানিয়েছে।
advertisement
12/14
দুই দেশের তুলনাভারতের বিরুদ্ধে ব্যাপক হুমকির মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের বর্তমান অবস্থান স্বীকার করে নেন। তিনি ভারতকে ডাম্প ট্রাক পাকিস্তানের সঙ্গে তুলনা করে একটি চকচকে মার্সিডিজ বলে অভিহিত করেন।
দুই দেশের তুলনাভারতের বিরুদ্ধে ব্যাপক হুমকির মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের বর্তমান অবস্থান স্বীকার করে নেন। তিনি ভারতকে ডাম্প ট্রাক পাকিস্তানের সঙ্গে তুলনা করে একটি চকচকে মার্সিডিজ বলে অভিহিত করেন।
advertisement
13/14
 "ভারত জ্বলজ্বল করছে, ফেরারির মতো বা মহাসড়কে একটি মার্সিডিজের মতো, কিন্তু আমরা নুড়ি ভর্তি একটি ডাম্প ট্রাক। যদি ট্রাকটি গাড়িকে ধাক্কা দেয়, তাহলে কে হেরে যাবে?" তিনি উপমা দিয়ে বলেন।
"ভারত জ্বলজ্বল করছে, ফেরারির মতো বা মহাসড়কে একটি মার্সিডিজের মতো, কিন্তু আমরা নুড়ি ভর্তি একটি ডাম্প ট্রাক। যদি ট্রাকটি গাড়িকে ধাক্কা দেয়, তাহলে কে হেরে যাবে?" তিনি উপমা দিয়ে বলেন।
advertisement
14/14
পরবর্তী রাষ্ট্রপতি কি তিনিই?সেনাপ্রধানের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরে! এবার মুনির পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর সম্পৃক্ততার পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ নিয়ে বলেন,
পরবর্তী রাষ্ট্রপতি কি তিনিই?সেনাপ্রধানের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরে! এবার মুনির পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর সম্পৃক্ততার পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ নিয়ে বলেন, "তারা বলে যে যুদ্ধ জেনারেলদের উপর ছেড়ে দেওয়া এত গুরুতর নয়, কিন্তু রাজনীতিও রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া এত গুরুতর নয়"।
advertisement
advertisement
advertisement