India Pakistan USA: কার কথায় এত উড়ছে পাকিস্তান! আমেরিকার মাটিতে বসে পরমাণু হামলার হুমকি, ভয় দেখাচ্ছে ঠিক কাকে
- Published by:Debalina Datta
- trending desk
Last Updated:
India Pakistan USA: "অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেব"; মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাক সেনাপ্রধান আসিম মুনিরের পারমাণবিক হুমকি স্বাধীনতা দিবসের প্রাক্কালে
কলকাতা: ভারত এবং পাকিস্তান, উভয় দেশেরই স্বাধীনতা দিবস আসন্ন। আর সেই আবহেই এবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির খোলাখুলিভাবে আমেরিকার মাটি থেকে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার হুমকি দিয়েছেন। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের কার্যত সামরিক শাসক হুমকি দিয়েছেন যে, ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে তাঁর দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয়, তাহলে অর্ধেক বিশ্ব ধ্বংস করে দেবেন। Photo- File
advertisement
advertisement
advertisement
সিন্ধু জল চুক্তি সম্পর্কে মন্তব্যপাকিস্তানের ফিল্ড মার্শাল সিন্ধু নদীর জলপ্রবাহে ভারত কোনও অবকাঠামোগত বাধা তৈরি করলে তা ধ্বংস করার হুমকিও দিয়েছেন, কেন না তা পাকিস্তানে জলপ্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি বলেছেন যে তাঁর দেশে ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই। মুনির দাবি করেছেন যে এপ্রিলে পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার নয়াদিল্লির সিদ্ধান্ত ২৫ কোটি মানুষকে অনাহারের ঝুঁকিতে ফেলতে পারে।
advertisement
advertisement
দুই মাসের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান দ্বিতীয়বারের মতো আমেরিকা সফরে এসেছেন। তাঁর শেষ সফরে, ১৮ জুন, ২০২৫ তারিখে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সফরের সময় তিনি মার্কিন রাষ্ট্রপতির শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার উদ্যোগে নোবেল পুরষ্কারের জন্য তাঁর নাম সুপারিশ করেছিলেন, এই প্রস্তাবটি তিনি ফ্লোরিডার অনুষ্ঠানেও ফের তোলেন।
advertisement
advertisement
ভারত-পাকিস্তান সামরিক সংঘাতঅনুষ্ঠান চলাকালীন মুনির তাঁর বক্তৃতার একটি উল্লেখযোগ্য অংশ ভারতের সঙ্গে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রতি খরচ করেছেন বলে জানা গিয়েছে এবং চার দিনের যুদ্ধে তাঁদের ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ না দেওয়া নিয়ে নয়াদিল্লির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
পূর্ব-প্রস্তুত এক নোট থেকে তিনি পাঠ করেন, "এক ট্যুইট করেছিলাম, সূরা ফিল এবং (শিল্পপতি) মুকেশ আম্বানির একটি ছবি দিয়ে, যাতে তারা পরবর্তী সময়ে আমরা কী করব তা দেখতে পায়।" সূরা আল-ফিল, যা দ্য এলিফ্যান্ট নামেও পরিচিত, তা কুরানের ১০৫তম সূরা, যেখানে বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ কীভাবে শত্রুর যুদ্ধহাতির উপর পাথর ছুঁড়তে পাখিদের পাঠিয়েছিলেন এবং বিপক্ষকে শুকনো খড়ের মতো বিধ্বস্ত করে তুলেছিলেন।
advertisement
advertisement
advertisement
advertisement
পরবর্তী রাষ্ট্রপতি কি তিনিই?সেনাপ্রধানের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরে! এবার মুনির পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর সম্পৃক্ততার পক্ষে যুক্তি উপস্থাপনের সুযোগ নিয়ে বলেন, "তারা বলে যে যুদ্ধ জেনারেলদের উপর ছেড়ে দেওয়া এত গুরুতর নয়, কিন্তু রাজনীতিও রাজনীতিবিদদের উপর ছেড়ে দেওয়া এত গুরুতর নয়"।