আগুণে পুড়ে ছাই হয়ে গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা দু’টি গাড়ি ও ১০টি রিকশাও । (Image: AP)
15/ 22
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন। (Image: AP)
16/ 22
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে, ‘আগুনে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে এবং নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সাহায্য করা হবে৷’ (Image: AP)
17/ 22
প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডে প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। (Image: AP)
18/ 22
বাংলাদেশের ঘটনায় ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ (Image: AP)
19/ 22
ট্যুইট করে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘বাংলাদেশে ভয়াবহ অগ্নিকান্ডের খবরে খুবই শোকাহত হলাম। নিহতদের পরিবারকে জানাই সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷’ (Image: AP)
20/ 22
আগুনে পুড়ে মৃতদের সংখ্যা বেড়েই চলছে অনবরত ৷ স্বজ্জন হারানো মানুষের কান্নার আওয়াজে গোটা ঢাকা শোকস্তব্ধ ৷ (Image: AP)
21/ 22
এরকম ভয়াবহ অগ্নিকাণ্ড আগে দেখেনি বাংলাদেশ ৷ শোকের ছায়া নেমেছে গোটা ঢাকা জুড়ে ৷ (Image: AP)
22/ 22
কান পাতলেই শোনা যাচ্ছে চেনা-অচেনা মানুষের কান্না শব্দ ৷ শুধুই স্বজ্জন হারানো বেদনা ৷ (Image: AP)