Martian River: মঙ্গলগ্রহে বয়ে যেত খরস্রোতা গভীর নদী! কোনওদিন কি লালগ্রহে থাকতে পারবে মানুষ? কী বলছে নাসা-র রোবটযানের ছবি, জানুন

Last Updated:
Martian River: ২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহে নামার পরে সেখানকার জেজেরা গহ্বর অংশে অনুসন্ধান চালাচ্ছে নাসা-র পার্সিভিয়ারেন্স
1/8
মঙ্গল গ্রহে ছিল স্রোতস্বিনী নদী৷ পাশাপাশি ছিল হ্রদও৷ নাসা-র রোবটযান পার্সিভিয়ারেন্স সেরকমই ছবি পাঠিয়েছে৷ প্রাথমিক ধারণা, সেখানে ছিল তরঙ্গিনী নদী৷
মঙ্গল গ্রহে ছিল স্রোতস্বিনী নদী৷ পাশাপাশি ছিল হ্রদও৷ নাসা-র রোবটযান পার্সিভিয়ারেন্স সেরকমই ছবি পাঠিয়েছে৷ প্রাথমিক ধারণা, সেখানে ছিল তরঙ্গিনী নদী৷
advertisement
2/8
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে মঙ্গলের একটি বিশেষ অঞ্চল, ‘স্ক্রিঙ্কল হ্যাভন’ থেকে ওই ছবি তুলে পাঠিয়েছে পার্সিভিয়ারেন্স৷
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চের মধ্যে মঙ্গলের একটি বিশেষ অঞ্চল, ‘স্ক্রিঙ্কল হ্যাভন’ থেকে ওই ছবি তুলে পাঠিয়েছে পার্সিভিয়ারেন্স৷
advertisement
3/8
মাস্টক্যাম জেড ক্যামেরায় তোলা সেই ছবি দেখে বিজ্ঞানীদের অনুমান, খরস্রোতা ও গভীর নদীর উপস্থিতি মঙ্গলগ্রহের ওই অংশের পাথরগুলি স্তরে স্তরে বিন্যস্ত৷
মাস্টক্যাম জেড ক্যামেরায় তোলা সেই ছবি দেখে বিজ্ঞানীদের অনুমান, খরস্রোতা ও গভীর নদীর উপস্থিতি মঙ্গলগ্রহের ওই অংশের পাথরগুলি স্তরে স্তরে বিন্যস্ত৷
advertisement
4/8
২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহে নামার পরে সেখানকার জেজেরা গহ্বর অংশে অনুসন্ধান চালাচ্ছে নাসা-র পার্সিভিয়ারেন্স৷
২০২১ সালের ফেব্রুয়ারিতে মঙ্গল গ্রহে নামার পরে সেখানকার জেজেরা গহ্বর অংশে অনুসন্ধান চালাচ্ছে নাসা-র পার্সিভিয়ারেন্স৷
advertisement
5/8
বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলগ্রহের বিভিন্ন প্রান্ত থেকে জলধারা এসে মিশত এই জেজেরা গহ্বরেই৷ তাই এর সংলগ্ন অংশে রয়েছে নদীর অস্তিত্বের চিহ্ন৷
বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলগ্রহের বিভিন্ন প্রান্ত থেকে জলধারা এসে মিশত এই জেজেরা গহ্বরেই৷ তাই এর সংলগ্ন অংশে রয়েছে নদীর অস্তিত্বের চিহ্ন৷
advertisement
6/8
মহাকাশ গবেষকদের অনুমান গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে শুকিয়ে গিয়েছিল মঙ্গল গ্রহের নদীর জল। প্রাগৈতিহাসিক যুগে শুকিয়ে যাওয়া সেই নদীখাতের ছবিই পাঠাচ্ছে নাসার রোবটযান।
মহাকাশ গবেষকদের অনুমান গ্রহাণুর সঙ্গে সংঘর্ষে শুকিয়ে গিয়েছিল মঙ্গল গ্রহের নদীর জল। প্রাগৈতিহাসিক যুগে শুকিয়ে যাওয়া সেই নদীখাতের ছবিই পাঠাচ্ছে নাসার রোবটযান।
advertisement
7/8
২০২১-এর ১৯ ফেব্রুয়ারি মঙ্গলের ভূমি স্পর্শ করে পার্সিভিয়ারেন্স। কোনও কালে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না, সেটা জানাই এই রোবটযানের উদ্দেশ্য।
২০২১-এর ১৯ ফেব্রুয়ারি মঙ্গলের ভূমি স্পর্শ করে পার্সিভিয়ারেন্স। কোনও কালে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল কি না, সেটা জানাই এই রোবটযানের উদ্দেশ্য।
advertisement
8/8
আগামী কয়েক বছর মাটি খুঁড়ে সেখান থেকে পাথর, জীবাশ্ম এবং মাটির নমুনা সংগ্রহ করবে রোবটযান। গবেষণাগারে নমুনাগুলি পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা জানাবেন, লালগ্রহকে সুদূর ভবিষ্যতে মানুষের বসবাসের উপযুক্ত করে তোলা যাবে কি না।
আগামী কয়েক বছর মাটি খুঁড়ে সেখান থেকে পাথর, জীবাশ্ম এবং মাটির নমুনা সংগ্রহ করবে রোবটযান। গবেষণাগারে নমুনাগুলি পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞানীরা জানাবেন, লালগ্রহকে সুদূর ভবিষ্যতে মানুষের বসবাসের উপযুক্ত করে তোলা যাবে কি না।
advertisement
advertisement
advertisement