‌কিম জং উন কতটা মহান!‌ প্রতিদিন ৯০ মিনিট করে পড়তে হবে উত্তর কোরিয়ার ছাত্রদের

Last Updated:
উত্তর কোরিয়ার নিয়ম যেন শিব ঠাকুরের আপন দেশের আইন। এবার সেখানেই শাসকের মহত্ত্ব ঢুকে গেল সিলেবাসে।
1/5
• উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের মহত্ত্ব বোঝাতে কম বয়স থেকেই এবার স্কুলিং শুরু করছে উত্তর কোরিয়া। এবার সে দেশের প্রতিটি শিশুকে ৯০ মিনিট করে পড়তে হবে কিম জং উনের মহত্ত্বের কথা।
• উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের মহত্ত্ব বোঝাতে কম বয়স থেকেই এবার স্কুলিং শুরু করছে উত্তর কোরিয়া। এবার সে দেশের প্রতিটি শিশুকে ৯০ মিনিট করে পড়তে হবে কিম জং উনের মহত্ত্বের কথা।
advertisement
2/5
• শিশু অর্থাৎ প্রি স্কুলের পড়ুয়াদেরও এই বিষয়ে শিক্ষা দান করা হবে। সেক্ষেত্রে তারা পড়বে দিনে তিরিশ মিনিট করে। সেখানে গান থাকবে, কবিতা, লেখা সবই থাকবে। এসবের মাধ্যমেই শিশুরা শুনবে।
• শিশু অর্থাৎ প্রি স্কুলের পড়ুয়াদেরও এই বিষয়ে শিক্ষা দান করা হবে। সেক্ষেত্রে তারা পড়বে দিনে তিরিশ মিনিট করে। সেখানে গান থাকবে, কবিতা, লেখা সবই থাকবে। এসবের মাধ্যমেই শিশুরা শুনবে।
advertisement
3/5
• তবে এটি কিমের মস্তিক প্রসূত নন। এটি পরিকল্পনা করেছেন কিমের বোন। এটি ‘‌গ্রেটনেস এডুকেশন’‌ শিক্ষা ব্যবস্থার ভিতরে পড়বে। অর্থাৎ, এটির নাম দেওয়া হয়েছে গ্রেটনেস এডুকেশন।
• তবে এটি কিমের মস্তিক প্রসূত নন। এটি পরিকল্পনা করেছেন কিমের বোন। এটি ‘‌গ্রেটনেস এডুকেশন’‌ শিক্ষা ব্যবস্থার ভিতরে পড়বে। অর্থাৎ, এটির নাম দেওয়া হয়েছে গ্রেটনেস এডুকেশন।
advertisement
4/5
• উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে ২৫ অগাস্ট। ঘোষণার পাশাপাশি বলা হয়েছে, দেশের প্রতি অনুরাগ, ভক্তি বাড়ানোর কারণেই এই পরিকল্পনা করা হয়েছে। যাতে সাধারণ মানুষের মধ্যে ছোট থেকেই দেশের প্রতি অনুরাগ তৈরি হয় তাই এই ব্যবস্থা।
• উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে ২৫ অগাস্ট। ঘোষণার পাশাপাশি বলা হয়েছে, দেশের প্রতি অনুরাগ, ভক্তি বাড়ানোর কারণেই এই পরিকল্পনা করা হয়েছে। যাতে সাধারণ মানুষের মধ্যে ছোট থেকেই দেশের প্রতি অনুরাগ তৈরি হয় তাই এই ব্যবস্থা।
advertisement
5/5
• এই মহত্ত্ব প্রচারক পাঠে বলা হয়েছে, কিম জং উন ছোট বেলা থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তাঁর বুদ্ধির তারিফ করে দেশের শিশুদের উদ্বুদ্ধ করার কাজ করবে উত্তর কোরিয়ার সরকার।
• এই মহত্ত্ব প্রচারক পাঠে বলা হয়েছে, কিম জং উন ছোট বেলা থেকেই অত্যন্ত প্রতিভাবান ছিলেন। তাঁর বুদ্ধির তারিফ করে দেশের শিশুদের উদ্বুদ্ধ করার কাজ করবে উত্তর কোরিয়ার সরকার।
advertisement
advertisement
advertisement