গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭৮ কিলোমিটার! হ্যারিকেন ‘ফিয়োনা’য় চলতে পারে ধ্বংসলীলা

Last Updated:
ক্যাটাগরি তিন-এর ঝড় হিসাবে এটি এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় যা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে৷
1/6
 উপগ্রহ চিত্রে ধরা পড়া ঝড়ের চেহারা দেখে শিউরে উঠছেন বিজ্ঞানীরা৷ কারণ, এই ঝড় যখন স্থলভাগে আছড়ে পড়বে, তখন পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদেরা৷
উপগ্রহ চিত্রে ধরা পড়া ঝড়ের চেহারা দেখে শিউরে উঠছেন বিজ্ঞানীরা৷ কারণ, এই ঝড় যখন স্থলভাগে আছড়ে পড়বে, তখন পরিস্থিতি কী হতে পারে, তা নিয়ে চিন্তায় রয়েছেন আবহাওয়াবিদেরা৷
advertisement
2/6
জিওস্টেশানারি অপরেশনাল ইনভায়রনমেন্টাল স্যাটেলাইটে যে ছবি ধরা পড়েছে, তাতে এই হ্যারিকেন ঝড়ের বিশালতা প্রকাশ পাচ্ছে৷ এর ফলে স্থলভাগে বিপুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷
জিওস্টেশানারি অপরেশনাল ইনভায়রনমেন্টাল স্যাটেলাইটে যে ছবি ধরা পড়েছে, তাতে এই হ্যারিকেন ঝড়ের বিশালতা প্রকাশ পাচ্ছে৷ এর ফলে স্থলভাগে বিপুল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷
advertisement
3/6
আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভয়ানক ঝড়-বৃষ্টি হতে পারে৷ হতে পারে হড়পা বান৷ মনে করা হচ্ছে এটি ডমিনিক রিপাবলিকে এর প্রভাব পড়তে পারে সবচেয়ে বেশি৷
আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভয়ানক ঝড়-বৃষ্টি হতে পারে৷ হতে পারে হড়পা বান৷ মনে করা হচ্ছে এটি ডমিনিক রিপাবলিকে এর প্রভাব পড়তে পারে সবচেয়ে বেশি৷
advertisement
4/6
 আবহাওয়া দফতর জানিয়েছে, ক্যাটাগরি তিন-এর ঝড় হিসাবে এটি এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় যা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে৷ পুয়েত্রা রিকোয় ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ১ হাজার মানুষকে৷
আবহাওয়া দফতর জানিয়েছে, ক্যাটাগরি তিন-এর ঝড় হিসাবে এটি এই বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় যা স্থলভাগে আছড়ে পড়তে চলেছে৷ পুয়েত্রা রিকোয় ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে ১ হাজার মানুষকে৷
advertisement
5/6
সে দেশে ৩০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এর আগে পুয়েত্রা রিকোয় হ্যারিকেন মারিয়া আছড়ে পড়ে, সেখানে মৃত্যু হয় প্রায় ৩ হাজার মানুষের৷ ২০১৭ সালের সেই ঝড়ের ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি সে অঞ্চল৷
সে দেশে ৩০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এর আগে পুয়েত্রা রিকোয় হ্যারিকেন মারিয়া আছড়ে পড়ে, সেখানে মৃত্যু হয় প্রায় ৩ হাজার মানুষের৷ ২০১৭ সালের সেই ঝড়ের ক্ষত এখনও সারিয়ে উঠতে পারেনি সে অঞ্চল৷
advertisement
6/6
ইতিমধ্যে ফিয়োনার প্রাথমিক ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে৷ পুয়েত্রা রিকোয় শুরু হয়ে গিয়েছে তাণ্ডব৷ এখনও পর্যন্ত সে দেশে দু’জনের মৃত্যুর খবর মিলেছে৷
ইতিমধ্যে ফিয়োনার প্রাথমিক ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়েছে৷ পুয়েত্রা রিকোয় শুরু হয়ে গিয়েছে তাণ্ডব৷ এখনও পর্যন্ত সে দেশে দু’জনের মৃত্যুর খবর মিলেছে৷
advertisement
advertisement
advertisement