• আপাতত লেক কোমো-র ঘোর কাটেনি দেশবাসীর ৷ ইতালির ওই হৃদ যেন মায়া ছড়িয়ে রেখেছে আমার-আপনার চোখে ৷ তার সঙ্গে যোগ্য সঙ্গত করছে দীপিকা-রণবীরের রূপকথার বিয়ের চোখ ধাঁধানো ছবিগুলো ৷ দেখেই ইচ্ছে করছে ছুটে চলে যেতে ৷ সঙ্গীর হাতের উষ্ণতা ভাগাভাগি করে নিতে নিতে হারিয়ে যেতে ওই টলটলে জলের গভীরতায় ৷ কিন্তু স্বপ্নের সেই স্বর্গরাজ্যে হারিয়ে যেতে কতটা হালকা হবে পকেট? জেনে নিন বিস্তারিত-
advertisement
• বিশ্বের অন্যতম অভিজাত ও বিলাসবহুল এলাকা এই লেক কোমো ৷ ডেভিজ বেকহ্যাম, জর্জ ক্লুনি, অ্যান্টোনিও ব্যান্ডেরাসের মতো তারকারা বিয়ে করেছেন এখানে ৷ এখানেই এনগেজমেন্ট হয়েছে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের ৷ সুতরাং বোঝাই যাচ্ছে, এমন একটি জায়গায় যদি মনের মানুষটিকে একান্তে পেতে চান তা হলে পকেটের মায়া করলে কিন্তু চলবে না বস ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement