ইতালির লেক কোমো-তে কাপল ট্রিপে গেলে কত খরচ হবে আপনার?

Last Updated:
1/8
• আপাতত লেক কোমো-র ঘোর কাটেনি দেশবাসীর ৷ ইতালির ওই হৃদ যেন মায়া ছড়িয়ে রেখেছে আমার-আপনার চোখে ৷ তার সঙ্গে যোগ্য সঙ্গত করছে দীপিকা-রণবীরের রূপকথার বিয়ের চোখ ধাঁধানো ছবিগুলো ৷ দেখেই ইচ্ছে করছে ছুটে চলে যেতে ৷ সঙ্গীর হাতের উষ্ণতা ভাগাভাগি করে নিতে নিতে হারিয়ে যেতে ওই টলটলে জলের গভীরতায় ৷ কিন্তু স্বপ্নের সেই স্বর্গরাজ্যে হারিয়ে যেতে কতটা হালকা হবে পকেট? জেনে নিন বিস্তারিত-
• আপাতত লেক কোমো-র ঘোর কাটেনি দেশবাসীর ৷ ইতালির ওই হৃদ যেন মায়া ছড়িয়ে রেখেছে আমার-আপনার চোখে ৷ তার সঙ্গে যোগ্য সঙ্গত করছে দীপিকা-রণবীরের রূপকথার বিয়ের চোখ ধাঁধানো ছবিগুলো ৷ দেখেই ইচ্ছে করছে ছুটে চলে যেতে ৷ সঙ্গীর হাতের উষ্ণতা ভাগাভাগি করে নিতে নিতে হারিয়ে যেতে ওই টলটলে জলের গভীরতায় ৷ কিন্তু স্বপ্নের সেই স্বর্গরাজ্যে হারিয়ে যেতে কতটা হালকা হবে পকেট? জেনে নিন বিস্তারিত-
advertisement
2/8
• বিশ্বের অন্যতম অভিজাত ও বিলাসবহুল এলাকা এই লেক কোমো ৷ ডেভিজ বেকহ্যাম, জর্জ ক্লুনি, অ্যান্টোনিও ব্যান্ডেরাসের মতো তারকারা বিয়ে করেছেন এখানে ৷ এখানেই এনগেজমেন্ট হয়েছে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের ৷ সুতরাং বোঝাই যাচ্ছে, এমন একটি জায়গায় যদি মনের মানুষটিকে একান্তে পেতে চান তা হলে পকেটের মায়া করলে কিন্তু চলবে না বস ৷ ছবি: পিক্স্যাবে ৷
• বিশ্বের অন্যতম অভিজাত ও বিলাসবহুল এলাকা এই লেক কোমো ৷ ডেভিজ বেকহ্যাম, জর্জ ক্লুনি, অ্যান্টোনিও ব্যান্ডেরাসের মতো তারকারা বিয়ে করেছেন এখানে ৷ এখানেই এনগেজমেন্ট হয়েছে ইশা আম্বানি ও আনন্দ পিরামলের ৷ সুতরাং বোঝাই যাচ্ছে, এমন একটি জায়গায় যদি মনের মানুষটিকে একান্তে পেতে চান তা হলে পকেটের মায়া করলে কিন্তু চলবে না বস ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/8
• বিমান: লেক কোমোর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল মিলান ৷ দিল্লি থেকে মিলানের রিটার্ন ট্রিপের খরচ ৪৩ হাজার থেকে ৭০ হাজার ৷ তবে উইকএন্ড বা কোনও ছুটির দিন বা বিশেষ কোনও দিন হলে এই ভাড়া বেড়ে হতে পারে লাখ খানেক টাকা ৷ ছবি: পিক্স্যাবে ৷
• বিমান: লেক কোমোর সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল মিলান ৷ দিল্লি থেকে মিলানের রিটার্ন ট্রিপের খরচ ৪৩ হাজার থেকে ৭০ হাজার ৷ তবে উইকএন্ড বা কোনও ছুটির দিন বা বিশেষ কোনও দিন হলে এই ভাড়া বেড়ে হতে পারে লাখ খানেক টাকা ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/8
•  ট্রেন: মিলান থেকে লেক কোমো যাওয়ার সবচেয়ে ভাল উপায় হল ট্রেন সফর ৷ ২ জনের জন্য এই ট্রেনের রিটার্ন টিকিটের ভাড়া ১৬০০-২০০০ টাকা ৷ এক্ষেত্রেও কিন্তু সময়ের উপর ভাড়ার ওঠানামা নির্ভর করে ৷ ছবি: পিক্স্যাবে ৷
• ট্রেন: মিলান থেকে লেক কোমো যাওয়ার সবচেয়ে ভাল উপায় হল ট্রেন সফর ৷ ২ জনের জন্য এই ট্রেনের রিটার্ন টিকিটের ভাড়া ১৬০০-২০০০ টাকা ৷ এক্ষেত্রেও কিন্তু সময়ের উপর ভাড়ার ওঠানামা নির্ভর করে ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/8
• ভিলা: এখানে নানা রকম দামের হোটেল পাবেন ৷ রাত পিছু ৪ হাজার টাকা দিয়ে শুরু ৷ সবচেয়ে দামী ভিলাটির এক রাতের খরচ ৪৫ হাজার টাকা ৷ অনেকক্ষেত্রে আবার সিক্যুইরিটি মানি জমা রাখতে হয় ৷ যদিও সব ঠিকঠাক থাকলে তার পুরোটাই ফেরত দেওয়া হয় ৷ ছবি: পিক্স্যাবে ৷
• ভিলা: এখানে নানা রকম দামের হোটেল পাবেন ৷ রাত পিছু ৪ হাজার টাকা দিয়ে শুরু ৷ সবচেয়ে দামী ভিলাটির এক রাতের খরচ ৪৫ হাজার টাকা ৷ অনেকক্ষেত্রে আবার সিক্যুইরিটি মানি জমা রাখতে হয় ৷ যদিও সব ঠিকঠাক থাকলে তার পুরোটাই ফেরত দেওয়া হয় ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/8
• খাওয়া-দাওয়া: খাওয়ার ব্যবস্থা এখানে দুর্দান্ত ৷ পিৎজা থেকে শুরু করে সি-ফুড, সবটাই চেখে দেখার মতো ৷ তবে লেক কোমো-তে গেলে অবশ্যই এখানকার বিখ্যাত ওয়াইন চেখে দেখতেই হবে ৷ যার দাম ১৫-২০ হাজার টাকা ৷ ছবি: পিক্স্যাবে ৷
• খাওয়া-দাওয়া: খাওয়ার ব্যবস্থা এখানে দুর্দান্ত ৷ পিৎজা থেকে শুরু করে সি-ফুড, সবটাই চেখে দেখার মতো ৷ তবে লেক কোমো-তে গেলে অবশ্যই এখানকার বিখ্যাত ওয়াইন চেখে দেখতেই হবে ৷ যার দাম ১৫-২০ হাজার টাকা ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
7/8
• অতিরিক্ত: লেক কোমো-র মধ্যে ঘোরাঘুরি এবং ভিসার জন্য বেশ খানিকটা খরচ হবে আপনার ৷ ভিসার খাতে প্রায় ১০ হাজার খরচ হবে দু’জনের জন্য ৷ ছবি: পিক্স্যাবে ৷
• অতিরিক্ত: লেক কোমো-র মধ্যে ঘোরাঘুরি এবং ভিসার জন্য বেশ খানিকটা খরচ হবে আপনার ৷ ভিসার খাতে প্রায় ১০ হাজার খরচ হবে দু’জনের জন্য ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
8/8
• মোট: সামঞ্জস্য রেখে খরচ করলে লেক কোমোয় ঘুরতে কাপল ট্রিপে খরচ হবে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ৷ ছবি: পিক্স্যাবে ৷
• মোট: সামঞ্জস্য রেখে খরচ করলে লেক কোমোয় ঘুরতে কাপল ট্রিপে খরচ হবে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ৷ ছবি: পিক্স্যাবে ৷
advertisement
advertisement
advertisement