সারা বিশ্বে রোজ কতবার ভূমিকম্প হয়? এশিয়াতে প্রতিদিন কতবার মাটি কেঁপে ওঠে! জেনে নিন
- Published by:Suman Majumder
Last Updated:
Earthquake: জানেন, সারা বিশ্বে দিনে কতবার মাটি কেঁপে ওঠে! এশিয়াতেই বা রোজ কতবার ভূমিকম্প হয়!
advertisement
Quaketracker ওয়েবসাইট-এর তথ্য অনুযায়ী, এশিয়ায় প্রতিদিন প্রায় ৬-৭টি ভূমিকম্প হয়। গত মাসে এশিয়ায় এক মাসে ১৮২টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। গোটা পৃথিবী এক বছরে ২৬২২ বার কেঁপেছে। এশিয়ায়, জাপানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প হয়। কিন্তু সেগুলির কম্পন হালকা। জাপানে বেশিরভাগ বাড়ি এমনভাবে তৈরি করেছে যাতে ভূমিকম্পে তাদের খুব একটা ক্ষতি না হয়।
advertisement
সারা বিশ্বে প্রতিদিন প্রায় গড়ে ১৩৮ বার ভূমিকম্প হয়। ২০২২ সালে ৪৯, ৮৩১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল। এক বছরে প্রায় ১৩০টি এমন ভূমিকম্প হয় যার তীব্রতা রিখটার স্কেলে ৬-এর বেশি। যে কারণে বাকি ভূমিকম্পগুলো মৃদু কম্পনের মতো হয়। বিশ্বের যেসব স্থানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় তার মধ্যে রয়েছে জাপান, আমেরিকা, ইন্দোনেশিয়া, ফিজি। তুরস্কে যে ভূমিকম্প হয়েছে তার তীব্রতা বছরে একবার বা বহু বছরে একবার হয়।
advertisement
advertisement
advertisement