SIR in West Bengal: পুজোর পরই বাংলায় শুরু এসআইআর? দিল্লির বৈঠকে সিইও-দের বড় নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন

Last Updated:

বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর-এর কাজ শুরু করে নির্বাচন কমিশন৷ যার বিরোধিতায় মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷

News18
News18
আর জল্পনা নয়৷ বাংলা সহ দেশের সব রাজ্যেই এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধনীর কাজ শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন৷ এ দিন দিল্লিতে সব রাজ্যের সিইও-দের নিয়ে বৈঠকেই এ কথা জানিয়ে দিয়েছে কমিশন৷ পাশাপাশি, ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসআইআর নিয়ে সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দেওয়া হল সব রাজ‍্যের সিইওদের।
সূত্রের খবর, অক্টোবরের যে কোনও দিন রাজ্যে এসআইআর শুরু হতে পারে৷ আগামী বছর পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে অক্টোবরেই পশ্চিমবঙ্গে এসআইআর-এর কাজ শুরু করতে পারে জাতীয় নির্বাচন কমিশন৷ কালীপুজো এবং ছট পুজো মিটলেই সেই প্রক্রিয়া শুরু করা হতে পারে বলে খবর৷ কোন রাজ্যে কবে এসআইআর-এর কাজ শুরু হবে, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে৷
advertisement
বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর-এর কাজ শুরু করে নির্বাচন কমিশন৷ যার বিরোধিতায় মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে৷ বিহারে এসআইআর শুরু করার যে নির্দেশিকা কমিশন জারি করেছিল, তাতেই গোটা দেশে ভবিষ্যতে এসআইআর করার কথা বলা হয়েছিল৷ বিহারে ইতিমধ্যেই সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন৷ এই তালিকা নিয়ে কারও কোনও আপত্তি থাকলে কমিশনে অভিযোগ জানানোর জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় পাওয়া যাবে৷
advertisement
advertisement
এ দিনই দিল্লিতে সব রাজ্যের সিইও-দের নিয়ে বৈঠক ডেকেছিল নির্বাচন কমিশন৷ সেই বৈঠকে কোন রাজ্যে এসআইআর প্রস্তুতি কতটা রয়েছে, তা বোঝানোর জন্য সিইও-দের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
SIR in West Bengal: পুজোর পরই বাংলায় শুরু এসআইআর? দিল্লির বৈঠকে সিইও-দের বড় নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement