advertisement
advertisement
আর এই ব্যবসা চলছে খোদ ব্রিটেনে ৷ রেন্ট ফর সেক্স নামে চলছে এই ধরণের ব্যবসা ৷ ব্রিংটন থেকে এডিনবার্গ, গোটা ইংল্যান্ড জুড়েই খোঁজ মিলছে এমন ভাবে বাড়ির ভাড়ার কথা ৷ একটি অন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে প্রকাশ্যে আসে এমন আশ্চর্য প্রথা ৷ এরপরই পরিচয় গোপন করে ওই সংস্থার পক্ষ এক মহিলা সাংবাদিক যোগাযোগ করেন একাধিক বাড়িওয়ালার সঙ্গে ৷ তাকেও দেওয়া হয় এই সেক্সের অফার ! Photo Collected
advertisement
আশ্রয়হিন অনেক মহিলাই মাথার ওপর ছাদ নিশ্চিত করতে এমন অফার গ্রহণও করছেন ৷ অনেকে আবার না বুঝেই ফাঁদে পা দিয়ে ফেলছেন ৷ অনেক সময়ই বিদেশে থাকতে গিয়ে প্রবাসীদের ঘর থাকে না ৷ বা খুব কম ভাড়ায় ঘর খোঁজেন অনেকে ৷ সেই সুযোগ কাজে লাগাচ্ছেন বাড়ির মালিকরা ৷ অনেকে আবার শুধুমাত্র সঙ্গ পাওয়ার আশায় এমন ভাবে বাড়ি ভাড়া দিচ্ছেন ৷ Photo Collected
advertisement
কিন্তু যাই হোক না কেন, এই বিষয়টি পুরোপুরি বেআইনি ৷ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এমন করা হচ্ছে আর অন্যদিকে অনেকেই রয়েছেন সে দেশে যারা খুবই নিঃসঙ্গ ৷ যে কোন প্রকারে বন্ধুর খোঁজ চালাচ্ছেন তারা, যে জন্য এমন ব্যবস্থা করেছেন এই ধরণের মানুষ, বলছেন ভাড়াটে ইউনিয়ানের নেত্রী এলেন মোরন ৷ রেন্ট ফর সেক্স যত দ্রুত বন্ধ করা যায়, তার জন্যই লড়ছে তার সংস্থা ৷ চলছে লাগাতার প্রচার ৷ Photo Collected